Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

বাংলাদেশী ক্রিকেটার ইমরুল কায়েস ১৯৮৭

'ইমরুল কায়েস একজন বাংলাদেশী ক্রিকেটার। বাঁহাতি ব্যাটসম্যান এবং অকেশনাল উইকেটকীপার। খুলনা বিভাগীয় দলের হয়ে খেলে থাকা এই ক্রিকেটারের জন্ম ২রা ফেব্রুয়ারী, ১৯৮৭, মেহেরপুর।


প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৬ সালে। ন্যাশনাল স্কোয়াডে ডাক পাবার পূর্বেই তিনি ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ১৬টি একদিনের ম্যাচ খেলে অভিজ্ঞতার ঝুলি সম্‌দ্ধ করেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ত্‌তীয় ম্যাচে চট্টগ্রামের মাটিতে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ১২ রান করে আউট হন। দল হারে ৭৯ রানে।

টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৮ এর নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই।. শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য। দু'ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১০ ও ৪।

২০১০ এ তিনি তার সেরা ফর্মে ছিলেন। এ বছর ৩২.১১ গড়ে ৮৬৭ রান করে তিনি ঐ বছরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে।

জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৮৭ (1987-02-02) (বয়স ২৪)

Meherpur, Bangladesh
রোল Batsman, occasional wicketkeeper
ব্যাটিং স্টাইল Left-handed
আন্তর্জাতিক তথ্য
প্রথম টেস্ট (cap 53) 19 November 2008: v South Africa
শেষ টেস্ট 4 June 2010: v England
ওডিআই ডেবিউ (cap 92) 14 October 2008: v New Zealand
শেষ ওডিআই 25 February 2011: v Ireland
দেশীয় দলের তথ্য
বছর দল
2006-present Khulna Division
জীবিকা পরিসংখ্যান

Test ODI FC LA
ম্যাচ 13 32 35 58
সর্বমোট রান 453 940 1,667 1,976
ব্যাটিং গড় 17.42 29.37 25.64 35.28
১০০/৫০ 0/1 1/6 2/6 4/11
টপ স্কোর 75 101 138 133*

বল bowled 6 12 29
উইকেট 0 0 2
বোলিং গড় 15.50
ইনিংস-এ ৫ উইকেট 0 0 0
ম্যাচে ১০ উইকেট 0 0 0
বেস্ট বলিং 2/18
ক্যাচ/স্টাম্পিং 12/0 5/0 22/0 12/2


No comments: