প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৬ সালে। ন্যাশনাল স্কোয়াডে ডাক পাবার পূর্বেই তিনি ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ১৬টি একদিনের ম্যাচ খেলে অভিজ্ঞতার ঝুলি সম্দ্ধ করেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ত্তীয় ম্যাচে চট্টগ্রামের মাটিতে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ১২ রান করে আউট হন। দল হারে ৭৯ রানে।
টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৮ এর নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই।. শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য। দু'ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১০ ও ৪।
২০১০ এ তিনি তার সেরা ফর্মে ছিলেন। এ বছর ৩২.১১ গড়ে ৮৬৭ রান করে তিনি ঐ বছরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে।
জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৮৭ | |||
| Meherpur, Bangladesh | |||
রোল | Batsman, occasional wicketkeeper | |||
ব্যাটিং স্টাইল | Left-handed | |||
আন্তর্জাতিক তথ্য | ||||
---|---|---|---|---|
প্রথম টেস্ট (cap 53) | 19 November 2008: v South Africa | |||
শেষ টেস্ট | 4 June 2010: v England | |||
ওডিআই ডেবিউ (cap 92) | 14 October 2008: v New Zealand | |||
শেষ ওডিআই | 25 February 2011: v Ireland | |||
দেশীয় দলের তথ্য | ||||
বছর | দল | |||
2006-present | Khulna Division | |||
জীবিকা পরিসংখ্যান | ||||
| Test | ODI | FC | LA |
ম্যাচ | 13 | 32 | 35 | 58 |
সর্বমোট রান | 453 | 940 | 1,667 | 1,976 |
ব্যাটিং গড় | 17.42 | 29.37 | 25.64 | 35.28 |
১০০/৫০ | 0/1 | 1/6 | 2/6 | 4/11 |
টপ স্কোর | 75 | 101 | 138 | 133* |
| ||||
বল bowled | 6 | – | 12 | 29 |
উইকেট | 0 | – | 0 | 2 |
বোলিং গড় | – | – | – | 15.50 |
ইনিংস-এ ৫ উইকেট | 0 | – | 0 | 0 |
ম্যাচে ১০ উইকেট | 0 | – | 0 | 0 |
বেস্ট বলিং | – | – | – | 2/18 |
ক্যাচ/স্টাম্পিং | 12/0 | 5/0 | 22/0 | 12/2 |
|
No comments:
Post a Comment