Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

বাংলা চলচ্চিত্র অভিনেত্রী নূতন

নূতন একজন বাংলাদেশী অভিনেত্রী । নূতনের চলচ্চিত্র জগতে আগমন ঘটে ১৯৭০ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে।তারপর অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্রে জগত থেকে সাময়িক বিদায় নেন। ১৯৭৮ সালে অভিনেতা রুহুল আমিন বাবুলকে বিয়ে করে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন।নূতন তাঁর ২৮ বছরের তারকা জীবনে প্রায় ২০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন।অধিকাংশ ছবিতে তিনি ছিলেন সহ নায়িকা।বিনোদন মূলক চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য তারকা ছিলেন নূতন।তিনি একজন দক্ষ অভিনেত্রীও ছিলেন।যে সমস্ত গুণাবলী একজন নায়িকার দরকার হয় তার সবই ছিল নূতনের।নৃত্যে তিনি অদ্বিতীয়া, চমকার ফিগার এবং সুন্দর মুখাবয়ব সবই ছিল তাঁর ।

৭০-এর দশকের নূতন কিছুটা ম্লান ছিলেন।৮০-এর দশকের তিনি যৌথ প্রযোজিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে থাকেন।৯০-এর দশকের প্রথমার্ধে নির্মাতারা তাঁকে একক নায়িকা হিসেবে আনার উদ্যোগ নেন।এক্ষেত্রে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘নাচে নাগিন’ ভালো ব্যবসা করে ও সুপারহিট হয়।তা সত্বেও শীর্ষ নায়িকাদের তালিকাতে তাঁর স্থান হয়নি।তাঁকে পর্দায় মাঝে মাঝে যৌনাবেদনাময়ী রূপ ফোটাতে গিয়ে ভ্যাম্পে পরিণত করা হয়েছে।তিনি ১৯৮৭ সালে এবং ১৯৯১ সালে বাচসাস এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন ।

উল্লেখযোগ্য ছবি

* বনের রাজা টারজান (১৯৯৫)
* বাঘা বাঘিনী (১৯৯৬)
* নাচে নাগিন
* নাগিনী সাপিনী
* রূপসী নাগিন
* স্ত্রীর পাওনা (১৯৯১)
* রাজলক্ষ্ণী শ্রীকান্ত (১৯৮৭)
* পাগলা রাজা
* রাজদুলারী
* নাগ নাগিনী
* বারুদ
* নাগিন
* রাজনর্তকী
* সতী নাগকন্যা
* পাতাল বিজয়
* ব্যবধান
* নতুন প্রভাত
* ওরা ১১ জন
* সংগ্রাম
* বাদশা
* ফান্দে পড়িয়া বগা
* প্রাণ সজনী
* বদনাম
* অলংকার
* নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)
* সৎভাই
* কাবিন

Bangla Film Actress Anjana অঞ্জনা

অঞ্জনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। ১৯৭৬ সালে শামসুদ্দীন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। অঞ্জনা প্রায় ১০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন।তবে একক নায়িকা হিসেবে তাঁর ছবির সংখ্যা সামান্য।চলচ্চিত্র বোদ্ধাদের মতে অঞ্জনার অভিনয় খুব একটা মানসম্পন্ন না এবং দৈহিক সৌন্দর্যের দিক দিয়ে তিনি তেমন আকর্ষণীয় না।তাঁর উচ্চারণ ও কন্ঠস্বর ছিল ত্রুটিপূর্ণ।আশির দশকে তিনি চলচ্চিত্রের সাথে নিবিড় ভাবে জড়িত ছিলেন।বর্তমানে তাঁকে আর দেখা যায় না।ঢাকার চলচ্চিত্রের নাচ পাঁচ মিশালী হওয়াতে তাঁর নৃত্য শিক্ষা জ্ঞান খুব একটা কাজে আসেনি।পারিবারিক বিপর্যয়ের কারণে তাঁর অভিনয় জীবন বাঁধাগ্রস্ত হয়।

‘পরিণীতা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরষ্কার লাভ করেন।

উল্লেখযোগ্য ছবি

* দস্যু বনহুর
* গুনাই বিবি
* পরিণীতা
* অশিক্ষিত
* গাংচিল
* রাজবাড়ী
* নূরী
* মাটির মায়া
* সুখের সংসার
* অন্ধবধূ
* যাদু নগর
* রূপালি সৈকত