Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

Bangla Film Actress Anjana অঞ্জনা

অঞ্জনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। ১৯৭৬ সালে শামসুদ্দীন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। অঞ্জনা প্রায় ১০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন।তবে একক নায়িকা হিসেবে তাঁর ছবির সংখ্যা সামান্য।চলচ্চিত্র বোদ্ধাদের মতে অঞ্জনার অভিনয় খুব একটা মানসম্পন্ন না এবং দৈহিক সৌন্দর্যের দিক দিয়ে তিনি তেমন আকর্ষণীয় না।তাঁর উচ্চারণ ও কন্ঠস্বর ছিল ত্রুটিপূর্ণ।আশির দশকে তিনি চলচ্চিত্রের সাথে নিবিড় ভাবে জড়িত ছিলেন।বর্তমানে তাঁকে আর দেখা যায় না।ঢাকার চলচ্চিত্রের নাচ পাঁচ মিশালী হওয়াতে তাঁর নৃত্য শিক্ষা জ্ঞান খুব একটা কাজে আসেনি।পারিবারিক বিপর্যয়ের কারণে তাঁর অভিনয় জীবন বাঁধাগ্রস্ত হয়।

‘পরিণীতা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরষ্কার লাভ করেন।

উল্লেখযোগ্য ছবি

* দস্যু বনহুর
* গুনাই বিবি
* পরিণীতা
* অশিক্ষিত
* গাংচিল
* রাজবাড়ী
* নূরী
* মাটির মায়া
* সুখের সংসার
* অন্ধবধূ
* যাদু নগর
* রূপালি সৈকত

No comments: