Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

Showing posts with label Bangladeshi Singer. Show all posts
Showing posts with label Bangladeshi Singer. Show all posts

Bangladeshi Singer Habib Wahid 1976

Habib Wahid (Bengali: হাবিব ওয়াহিদ; born October 15, 1976), better known as Habib (for short), is a Bangladeshi composer and musician. He is notable for his fusion of traditional Bengali folk music with contemporary techno and urban beats. His music is mainly influenced by British Bangladeshis, while he was living there as a student. He takes folk music and remixes with popular music forms. He remixes songs of composers like Hason Raja, Shah Abdul Karim, Amir Uddin and others with the tunes with hip-hop, reggae, rap and electronica.

Habib was born and brought up in Dhaka, Bangladesh. He attended South Breeze School in Dhanmondi. His father is Ferdous Wahid, who was a Bangladeshi pop singer during the 1970s and 1980s. During his early years, Habib picked up the keyboard and approached by playing popular tunes. Later in teen age, he was recommended by one of his teachers to play in a band as a keyboardist, and so he did. A few years later, he went to the United Kingdom in pursuit of higher education and studied music and audio engineering at the School of Audio Engineering in London. Later he started to work with other Asian music producers such as Nitin Sawhney. He had already produced and planned his music, however he needed a vocalist to develop his new album. While living in London, he was searching for the vocalist Kaya, who was a Sylheti restaurant owner. In 2003, Habib released his first album Krishno, which proved to be a success in Britain and Bangladesh. The album Krishno had a unique mix of folk and modern electronica music, introducing a new sound to the Dhaka music arena.

In the next few years, Habib had released six albums which were Maya (2004), Moina Go... (2005), Shono (2006), Panjabiwala (2007), Bolchi Tomake (2008) and Aboseshe (2008). He has featured new voices in all of his albums. Besides Kaya, he has showcased singers such as Helal, Julie, Konica, Nirjho, Shireen (in Panjabiwala) and Nancy in these albums. Habib first debuted as a vocal in "Moina Go..." where he performed two soft singles. He also has his father, Ferdous Wahid singing a song in that album. On Wednesday, June 1st 2011 Habib's 8th album Ahoban! was released. The album consists 9 tracks in which three are duet songs with Nancy and Kona and one was sung by his father Ferdous Wahid. Overall he is considered one of the most talented singer/composer of Bangladesh in recent time periods.

Besides album work, Habib made a huge amount of jingles that actually changed the way TV advertisements in Bangladesh used to be; most popular ones include Banglalink, Citycell, Pran-up, Meril Beauty Soap, etc. As he said in an interview, he loves "putting music behind pictures and that's why [he does] jingles", and he has also stated that he's a "die-hard fan of A.R.Rahman" -whose music has a significantly big influence on Habib's compositions.

He also has composed songs for movies such as Hridoyer Kotha, Akash Chowa Bhalobasha, Chandragrohon, I Love You, Eito Prem , Third Person Singular Number, Amar Ache jol, etc.; most of which were big hits. In this advanced technological age, Habib makes songs that "has the essence from the roots of Bangla music", says Kumar Bishwajit-(one of the most respected singers of Bangladesh) while recording a song under direction of Habib Wahid in a movie called Projapoti.

Discography

  • Krishno (2003)
  • Maya (2004)
  • Moina Go... (2005)
  • Shono! (2006)
  • Panjabiwala (2007)
  • Bolchi Tomake... (2008)
  • Aboseshe (2008)
  • Ahoban! (2011)

Awards

He also won some awards as best musician and rising star in the beginning of his career, and later he got Meril Prothom-alo Best Song Award 2006 for Bhalobashbo (movie: Hridoyer kotha) and Meril Prothom-alo Best Song Award 2009 for Didha (movie: Third Person Singular Number). In 2011 He got Walton Boishakhi Star Award 2011 for Best Singer of 2010

বাংলাদেশী গায়ক হাবিব ওয়াহিদ ১৯৭৬

হাবিব ওয়াহিদ, যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তিনি একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমূখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন।

হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। ১৯৭০ ও ১৯৮০’র দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন। হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কী-বোর্ড থেকে সুর করতে শিখেন। পরে তিনি স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং, (লন্ডনে) অডিও ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেন। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।

সঙ্গীত ভুবনে আবির্ভাব

হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ। লন্ডনে ছাত্রাবস্থায় থাকাকালীন সময়ে এটি প্রকাশিত হয়। এ অ্যালবামের কনসেপ্ট ও সুর অনেক পূর্বেই তৈরি করেছিলেন এবং শুধু একজন গায়কের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়। লন্ডনে একজন সিলেটী রেস্তোঁরার মালিক কায়া ছিলেন একজন অপরিনত গায়ক, যার মত কন্ঠই হাবিবের দরকার ছিল। তাদের মিলিত গানগুলো লন্ডনে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল। যখন এই অ্যালবাম কৃষ্ণ শিরোনামে প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পায় তখন সেটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। এতে ছিল পুরোনো স্বাদের লোকসঙ্গীত এবং পাশ্চাত্যের ইলেকট্রনিকা এর মিশ্রণ যা বাংলাদেশে প্রথমবারের মতো প্রচলিত হয়।


প্রকাশিত অ্যালবামসমূহ

এরপর থেকে হাবিব আরও দু’টি অ্যালবাম মুক্তি দেন - মায়া (২০০৪) এবং ময়না গো (২০০৫)। দু’টোই বিক্রির তালিকায় একনম্বর ছিল। হাবিব এই অ্যালবামগুলোতে নতুন কন্ঠের আগমন ঘটান। কায়া’র পাশাপাশি এতে হেলাল’কে আনেন যার কন্ঠে অনেক অনুভুতি ছিল। জুলি, কনিকা, নির্ঝর ইত্যাদি নতুন মুখ ময়না গো অ্যালবামে হাবিবের সাথে কাজ করেন। হাবিব নিজেও ময়না গো অ্যালবামের মাধ্যমে গায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ ও মিলন মাহমুদ ময়না গো অ্যালবামে গান গেয়েছেন। হাবিবের গানগুলোতে হিপহপ, রেপ, ইত্যাদিতে কন্ঠ দেন কুনলে। হাবিব নিজেকে অন্যতম জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।


ময়না গো

ময়না গো হাবিব ওয়াহিদের ২০০৫ সালে প্রকাশিত একটি বাংলা পপ সঙ্গীত অ্যালবাম।

গানের বিবরণ

গানের নাম সময় শিল্পীর নাম
ময়না গো ৪.১৩ জুলি
আমি এক পাহারাদার ৫.১৭ ফেরদৌস ওয়াহিদ
দেশলাই ৫.০০ নির্ঝর
দিন গেল ৫.৪১ হাবিব
তারে ভাবলে কি আর ৫.৩০ মিলন মাহমুদ
এসো বৃষ্টি নামাই ৪.৫১ হাবিব
যা রে ৪.৩৮ জুলি
কবিতায় ৬.০৯ কনিকা
ময়না গো (রিমিক্স) ৩.৪৭ জুলি
বাংলা লিঙ্ক থীম ১.০০ যন্ত্র (হাবিব)
শোনো

বলছি তোমাকে


মায়া

মায়া হাবিব ওয়াহিদের ২০০৪ সালে প্রকাশিত সঙ্গীত অ্যালবাম।

গানের বিবরণ

কৃষ্ণ

Bangladeshi Pop Singer Ferdous Wahid

Ferdous Wahid is a pop singer of Bangladesh who started his career in 1970s and became very popular at that time. He is one of the pioneer singers in Bangladesh who made pop songs popular in Bangladesh.

His son Habib Wahid became a popular pop singer of the country too.

Bangladeshi Singer Fakir Alamgir

Fokir Alamgir is a popular folk and pop singer of Bangladesh. He has got his own style of music which is the blend of traditional folk song with western instruments. He has released many albums most of which have been immensely popular. Among his famous songs are O Sakhina, Shantahar, Nelson Mandela, Dr.Yunus, etc. He is also the founder of the cultural organization Wrishijo Shilpi Gosthi

Bangladeshi Singer Bashir Ahmad 1940

Bashir Ahmad is a Bangladeshi origin playback singer for Lollywood. He is famously known as East Pakistan's (now Bangladesh) Ahmed Rushdi because his singing style is inspired by Ahmed Rushdi. Born in India, he migrated to Bangladesh and started his singing career. He got popularity when he sang playback hits in Pakistani films.

Bashir Ahmad was born in Calcutta (Kolkata now) in 1940. He was crazy about music, and was accepted as a pupil by Ustad Vilayat Hussain at the age of 15. Later, he came to Bombay, and became a student of Ustad Bade Ghulam Ali Khan. He got lots of encouragement from him. In 1960, Bashir Ahmad migrated to Dhaka.

In Dhaka, his mentor and brother-in-law, Ishrat Kalkatvi introduced him to Robin Ghosh. Ishrat was writing songs for film Talash, although eventually, Suroor Barabankvi contributed more songs to the film. Robin Ghosh was making tunes for the film, and he gave Bashir Ahmed a chance to prove himself. Bashir Ahmed sang some numbers for Talash, including soft romantic one, titled Kuch apni kahiyye kuch meri sunyey, yeh sham yeh tanhai youn chup to na rehiyye. Bashir sang another most famous song, Main rickshawalla matwala, which those who have listened to it can never forget. He had two other songs in the film, both duets. With such a famous beginning, he was sure to stay on. Bashir was also a poet and a lyricist, with a pseudonym B.A Deep. Film-maker, Mustafiz, they contacted Bashir and asked him to write a song for his film, Saagar, which he did, titled Ja dekha pyar tera, and sang it too. Similarly in Robin Ghosh's another lilting offering, Karwan, in 1964, Bashir wrote and sang a memorable hit, Jab tum akele ho gay hum yaad aaein gay , which used to be played quite often during the sixties on Radio Pakistan. So, he wrote film songs, as B. A. Deep, and also continued to sing as Bashir Ahmed for films like Saagar, Karwan, Eindhan, Milan, Kangan and Darshan. He won a lot of approval from the West Pakistan too at that time, for those songs in Darshan. The hits from the films were Yeh sama pyara pyara, yeh hawaein thandi thandi (singer Mala), (Yeh mausam yeh mast nazarey, pyar karo to in say karo), (Tumharay liyay iss dil mein itne mohabbat hay, itne mohabbat kon karaya ga kahaan pao gay kis dil main ho ge), (Din raat khayalon mein tujhay yaad karoon ga, par naam tera lay kay main aawaz nah doon ga), (Hum chaley chor kar teri mehfil sanam, dil kahin nah kahin to behal jaey ga), (Gulshan mein baharun mein too hai) and (Chun liya ik phool ku), with Madam Noor Jahan.

In 1971, when the situation worsened in Pakistan. Unfortunately, he was not encouraged in the industry as music directors considered him a pale version of Ahmed Rushdi (who remained the greatest singer in the history of Pakistani cinema) and the film Hill Station songs, namely Mera dil na janey kub say tera pyar dhoondta hai and Mere seene per sar rakhdo remain his only contributions in this period. A film that was made on the Dhaka Debacle in the late70s, called Sangtarash, also included his numbers, namely Bol zara kuch duniya walay and Mukhrey mein chand, but the film, despite pleadings of the film-maker to the military regime of Zia, remained unreleased. So, he went back to Bangladesh in 1975, and sings only private songs in functions now.

Bashir Ahmad, indeed, was a man of talent, which very few possess, having the qualities of being a good lyricist, an able music composer, a nice singer, but he did not achieve the rank, he in fact deserved.

Bangladeshi Band Singer James

Faruk Mahfuj Anam (Bangla: ফারুক মাহফুজ আনাম), known simply as James guru is a Bangladeshi singer, guitarist and composer. He was a member of the band Feelings and later formed the band Nagar Baul. James was raised in Chittagong and later moved to Dhaka for his singing career.

Stylishly long-haired James — overwhelmingly known as the Nagar Baul (the Urban Bard), was the pioneer of psychedelic rock in Bangladesh.But his musical diversity includes various genres of Rock music and Blues Music. Originally a lead singer and guitarist, he has always been respected for his solo projects. His presence in rock music has been prolonged; his influence on those of successive generations has been profound. Something fresh was there—the audience could feel it. He became affectionately called Guru by his innumerable fans. His tunes were bright and his singing a divergence from the archetypal tunes preferred by the commercial-type directors. His songs expressed social aspects nature,love,rage, discontent, frustration and happiness.

James entered the Bollywood with Bheegi Bheegi inspired from "Prithibi" by Moheener Ghoraguli in the movie Gangster.

James is now busy with his bands making world tour in North America and Europe. He is also attending in Bollywood again with another song for another movie. His recent album is Tufan and Kaal Jomuna. James also owns a famous production house called "Red Dot" which is already well known after doing amazing job for "D Rockstar 2" and made some popular adds for some cell-phone companies. Recently James performed as a model after a long time in a soft drink advertisement.

He rose to fame internationally with his Hindi song 'Bheegi Bheegi', written for the 2006 Bollywood hit film Gangster, which topped b4u Hindi song top chart constantly for four weeks. and has toured internationally with his band Nagar Baul. He is described as having pioneered psychedelic rock in Bangladesh.

Discography

  • Station Road / Feelings (Under band Feelings)
  • Anonna (Solo)
  • Jel Theke Bolchhi (Under band Feelings)
  • Palabe Kothay (Solo)
  • Nagar Baul (Under band Feelings)
  • Dukhini Dukkho Koro Na (Solo)
  • Lais Fita Lais (Under band Feelings; Last Album)
  • Thik Achey Bondhu (Solo)
  • Dustu Cheler Dol (Under band Nagar Baul)
  • Jonota Express
  • Ami Tomaderi Lok
  • Tufan
  • Kal jamuna (Solo)

Without those, so many Duet and Mixed album has released.

Special discography

  • Bheegi Bheegi - 2006
  • Chal Chalein - 2006
  • Alvida (Reprise) - 2007
  • Rishtey - 2007

Filmography

  • Matir Thikana (2011) - In a special appearance

Bangladeshi Pop Singer Azam Khan 1950 - 2011

Azam Khan (Bengali: আজম খান (full name Mahbubul Haque Khan, February 28, 1950 - June 5, 2011) was a Bangladeshi pop singer. He was the pioneer in Bengali pop music. He founded a band called Uchcharon (Bengali: উচ্চারণ meaning "Enunciation") in the early 1970s. He is honored as Guru of Pop Music in Bangladesh. Khan, together with pop music contemporaries Fakir Alamgir, Ferdous Wahid, Firoz Shai, Najma Zaman and Pilu Momtaz is credited with pioneering and popularizing Bangla pop music in the years immediately following the country's independence.

He was a Freedom fighter in Sector 2 under late Brigadier Khaled Mosharraf and fought against the Pakistani army in the Liberation war of Bangladesh in 1971. After the war, he introduced an energetic brand of music. His first concert in television was broadcasted in 1972 in Bangladesh Television. His popular tunes included "Ore Saleka, Ore Maleka", "Jibone Kichhu Pabona Re", "Ami Jare Chaire", "Ashi Ashi Bole Tumi", "Obhimani", "Rail liner bostite", "Hei Allah Hei Allah Re", "Alal O Dulal" etc.

Death

Azam Khan died on 5 June 2011 at Dhaka CMH hospital at age 61. He was suffering from oral cancer which had spread to his lungs. His death came 14 days after the passing of another early Bangladeshi pop music pioneer, Pilu Momtaz.

Discography

  • Didi Maa
  • Bangladesh
  • Keu Nai Amar
  • Mixed Album
  • Neel Noyona

বাংলাদেশী পপ সম্রাট Azam Khan আজম খান ১৯৫০ - ২০১১

আজম খান (জন্ম: ২৮শে ফেব্রুয়ারি, ১৯৫০; মৃত্যু: ৫ই জুন, ২০১১, সিএমএইচ, ঢাকা) একজন জনপ্রিয় বাংলাদেশী গায়ক। তাঁর পুরো নাম "মোহাম্মদ মাহবুবুল হক খান"। তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে - বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে।

আজম খান ১৯৫০ সালে আজিমপুরে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম "মোহাম্মদ আফতাব উদ্দিন খান", মা "জোবেদা খাতুন"। সেখানে তারা ১০ নম্বর সরকারি কোয়ার্টারে থাকতেন। তার বাবা ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্ট। ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথির চিকিত্সক ছিলেন। তার তিন ভাই ও এক বোন ছিল। বড় ভাই "সাইদ খান" (সরকারি চাকরিজীবী), মেজো ভাই "আলম খান" (সুরকার), ছোট ভাই "লিয়াকত আলী খান" (মুক্তিযোদ্ধা) এবং ছোট বোন "শামীমা আক্তার খানম"। ১৯৫৫ সালে তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে বেবিতে ভর্তি হন। ১৯৫৬ সালে তার বাবা কমলাপুরে বাড়ি বানান। এরপর থেকে সেখানে বসতি তাদের। সেখানে তিনি কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাইমারিতে এসে ভর্তি হন। তারপর ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।

মুক্তিযোদ্ধা আজম খান

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ে আজম খান পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। তখন তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তানী শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন। ১৯৭১ সালে আজম খানের বাবা আফতাব উদ্দিন খান সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ছিলেন। বাবার অনুপ্রেরণায় যুদ্ধে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে, তিনি পায়ে হেঁটে আগরতলা চলে যান। আগরতলার পথে সঙ্গী হন তার দুই বন্ধু। এসময় তার লক্ষ্য ছিল সেক্টর ২ এ খালেদ মোশাররফের অধীনে যুদ্ধে যোগদান করা। আজম খান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ২১ বছর বয়সে। তার গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণ যোগাতো। তিনি প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতের মেলাঘরের শিবিরে। যুদ্ধ প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সমুখ সমরে অংশ নেয়া শুরু করেন। কুমিল্লার সালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। এর কিছুদিন পর তিনি পুণরায় আগরতলায় ফিরে আসেন। এরপর তাকে পাঠানো হয় ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নেয়ার জন্য। আজম খান ছিলেন দুই নম্বর সেক্টরের একটা সেকশনের ইন-চার্জ। আর সেক্টর কমান্ডার ছিলেন কর্ণেল খালেদ মোশাররফ। ঢাকায় তিনি সেকশান কমান্ডার হিসেবে ঢাকা ও এর আশেপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন। আজম খান মূলত যাত্রাবাড়ি-গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলো পরিচালনার দায়িত্ব পান। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার নেতৃত্বে সংঘটিত "অপারেশান তিতাস"। তাদের দায়িত্ব ছিল ঢাকার কিছু গ্যাস পাইপলাইন ধ্বংস করার মাধ্যমে বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বর্তমান শেরাটন হোটেল), হোটেল পূর্বাণী'র গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানো। তাদের লক্ষ্য, ঐ সকল হোটেলে অবস্থানরত বিদেশীরা যাতে বুঝতে পারে যে দেশে একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধে তিনি তার বাম কানে আঘাতপ্রাপ্ত হন। যা পরবর্তীতে তার শ্রবণক্ষমতায় বিঘ্ন ঘটায়। আজম খান তার সঙ্গীদের নিয়ে পুরোপুরি ঢাকায় প্রবেশ করেন ১৯৭১-এর ডিসেম্বরের মাঝামাঝি। এর আগে তারা মাদারটেকের কাছে ত্রিমোহনীতে সংগঠিত যুদ্ধে পাক সেনাদের পরাজিত করেন।

গায়ক আজম খান

আজম খানের কর্মজীবনের শুরু প্রকৃতপক্ষে ষাটের দশকের শুরুতে। ১৯৭১ সালের পর তার ব্যান্ড উচ্চারণ এবং আখন্দ (লাকী আখন্দ ও হ্যাপী আখন্দ) ভাতৃদ্বয় দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বন্ধু নিলু আর মনসুরকে গিটারে, সাদেক ড্রামে আর নিজেকে প্রধান ভোকাল করে করলেন অনুষ্ঠান। ১৯৭২ সালে বিটিভিতে সেই অনুষ্ঠানের এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রেচার কালেমা সাক্ষী দেবে গান দু'টি সরাসরি প্রচার হলো প্রচার হলো। ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা এনে দিলো এ দু'টো গান। দেশজুড়ে পরিচিতি পেয়ে গেলো তাদের দল। ১৯৭৪-১৯৭৫ সালের দিকে তিনি বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ (রেললাইনের ঐ বস্তিতে) শিরোনামের গান গেয়ে হৈ-চৈ ফেলে দেন। তার পাড়ার বন্ধু ছিলেন ফিরোজ সাঁই। পরবর্তীকালে তার মাধ্যমে পরিচিত হন ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজের সাথে। এক সাথে বেশ কয়েকটা জনপ্রিয় গান করেন তারা। এরই মধ্যে আরেক বন্ধু ইশতিয়াকের পরামর্শে সৃষ্টি করেন একটি এসিড-রক ঘরানার গান জীবনে কিছু পাবোনা এ হে হে! তিনি দাবী করেন এটি বাংলা গানের ইতিহাসে- প্রথম হার্ডরক!

পারিবারিক জীবন

১৯৮১ সালের ১৪ই জানুয়ারি ঢাকার মাদারটেকে তিনি "সাহেদা বেগম" কে বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। তার এক ছেলে এবং দুই মেয়ে। প্রথম সন্তানের নাম "ইমা খান" এবং দ্বিতীয় সন্তানের "হূদয় খান" এবং তৃতীয় সন্তানের নাম "অরণী খান"। সহধর্মিনী মারা যাবার পর থেকে একাকী জীবনযাপন তার। আজম খান দুই মেয়ে এবং এক ছেলের জনক। এছাড়া আছেন চার ভাই ও এক বোন।

অন্যান্য ভূমিকায় আজম খান

১৯৯১—২০০০ সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। তিনি গড ফাদার নামক একটি বাংলা সিনেমায় ভিলেনের ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেন।

মৃত্যু

পপসম্রাট আজম খান দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে ৫ই জুন, ২০১১ইং তারিখ, রবিবার সকাল ১০টা বেজে ২০ মিনিটে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।