রোজিনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন।তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সিনেমার জগতে আসেন। রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের মাধ্যমে বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমাতে সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান।পরে তিনি এফ, কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান।রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী।সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।তবে তিনি বাংলাদেশের সিনেমা জগত থেকে নির্বাসনে আছেন এবং কলকাতায় চলে গেছেন।সেখানে বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরষ্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য।শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। বর্তমানে তিনি দেশের বাইরেই বাস করেন।
উল্লেখযোগ্য ছবি
* জানোয়ার
* রাজমহল
* মাটির মানুষ
* অভিযান
* শীর্ষনাগ
* চম্পা চামেলী
* মোকাবেলা
* সংঘর্ষ
* আনারকলি
* রাজনন্দিনী
* রাজকন্যা
* শাহী দরবার
* আলীবাবা সিন্দবাদ
* সুলতানা ডাকু
* যুবরাজ
* রাজসিংসন
* শাহীচোর
* দ্বীপকন্যা
* জিপ্সী সরদার
* কসাই
* জীবনধারা
No comments:
Post a Comment