Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

বাংলাদেশী ক্রিকেটার শাহরিয়ার নাফিস আহমেদ ১৯৮৬

শাহরিয়ার নাফিস আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেটার, যার জন্ম ২৫ জানুয়ারী ১৯৮৬ ঢাকায়। বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ২০০৫ সালে তার অভিষেক ঘটে। বাংলাদেশ দলের প্রথম ইংল্যান্ড সফরে তিনি দলভুক্ত হন যদিও তার আগে মাত্র ৫টি প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল। তার আগে তিনি বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের হয়ে খেলেন। তার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের সুযোগ ঘটে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে । সেই ম্যাচে তিনি ৭৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। নাফিস বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চারটি একদিনের আন্তর্জাতিক শতক করেন যা এখনও বজায় আছে। তার প্রথম টেস্ট শতক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায় যা বাংলাদেশের টেষ্ট ক্রিকেট ইতিহাসে অন্যন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই টেষ্টের প্রথম দিনে বাংলাদেশ ৩৫৫ রান করে যা প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

শাহরিয়ার নাফিস ২০০৮ সালে বিদ্রোহী লীগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান ক্রিকেট লীগে যোগ দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ১০ বছর নিষিদ্ধ ঘোষিত হন। তার পর বছর আইসিএল কতৃপক্ষের সাথে চুক্তি বাতিল করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার উপর আরোপিত সাজা মওকুফ করে। ২০১০ সালের জানুয়ারী মাসে ভারতের বিপক্ষে টেষ্ট দলে তাকে আবার ডাকা হয়।

শাহরিয়ার নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় বরাবর খুবই ভাল করতেন। তিনি এখন এমবিএ কোর্সে অধ্যায়নরত আছেন।

No comments: