Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ ১৯৭০ - ১৯৯৬

সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭০ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) , বাংলাদেশের নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক । প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন । ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই নায়ক সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন । এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয় । ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় । একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয় । জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন । তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টম্বের অকালে মৃত্যুবরণ করেন ।


মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র

বছর চলচ্চিত্র নামভুমিকা পরিচালক সহ অভিনেত্রী নোট
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত ইমন সোহানুর রহমান সোহান মৌসুমী চলচ্চিত্রে অভিষেক।
অন্তরে অন্তরে
শিবলী সাদিক মৌসুমী
১৯৯৪ দেন মোহর সারওয়ার শামসুদ্দীন টগর মৌসুমী
তোমাকে চাই
মতিন রহমান শাবনুর
বিক্ষোভ
মোহাম্মদ হান্নান শাবনুর
বিচার হবে
শাহ আলম কিরন শাবনুর



No comments: