Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

Bangladeshi Lady Singer Sabina Yasmin 1953

Sabina Yasmin (Born 1953)(Bengali: সাবিনা ইয়াসমীন) is a popular singer of Bangladeshi origin. She is renowned in Bangladesh for her patriotic songs as well as her playback singing in Bangladeshi cinema. She achieved many awards for her music in Bangladesh and has become an iconic figure in Bangladeshi music world.

Music career

One of the most popular singers of the Indian subcontinent and the most prolific singer of Bangladesh, Sabina Yasmin started singing for films (soundtrack), radio, television and gramophone companies as a child. She has reigned supreme in the Bangladeshi music industry for the last 40 years. She is one of those few vocalists who is equally sought after in East Bengal (Bangladesh) as well as in West Bengal (in India). She has recorded more than some 10 thousand songs.

She established her position in the late 70s and early 80s with numerous patriotic songs and folk songs as well. Her voice has won the hearts of millions of Bengali people all over the world. Over the years she has not only recorded with the top composers of Bangladesh and also India as well including the famous R. D. Burman and sang duet with famous Indian singer Kishore Kumar.

She has made numerous concert tours in the UK, USA, Canada, Italy, France, Bahrain, Qatar, Kuwait, Pakistan and Australia. In addition as a member of the Bangladesh National Cultural Delegations she has performed in China, Japan, Hongkong, Thailand, Malaysia, India, UAE, Uzbekistan, Greece, Germany, Sweden and Norway.

She has received the Shadhinota Padak, the highest award in Bangladesh, in addition to the prestigious Ekushey Padak (The February 21 Medallion) and Jatiyo Cholochchitro Puroshkar (the National Film Award), which she has received ten times till now. In India, the Bengal Film Journalists' Association has also honored her with their Best Playback Singer Award.

Personal life

Sabina is the youngest of the famous "Yasmin-Sisters" which includes - Farida Yasmin, Fauzia Yasmin, Nilufar Yasmin and Sabina Yasmin herself. Her father Mr. Lutfar Rahman belonged to former Provincial Civil Service of British India and her mother Begum Mouluda Khatun comes of an aristocratic family of Murshidabad, who also was a vocal artiste taking music lessons from eminent musician Ustaad Kader Baksh. Sabina is also the youngest aunt of the Bangladeshi Music Superstar Agun, and eminent Sitar Player Reenat Fauzia.

Sabina has married thrice. She has a daughter Fairooz Yasmin (Badhon), an upcoming singer, from her first marriage with Anisur Rahman, and a son Srabon from her second marriage with Amir Hossain. After her first two marriages ended in divorces, she married Suman Chattopadhyay (aka Kabir Sumon), an Indian Bengali singer. Recently she has seriously fallen ill causing much distress among her fans both at home and abroad. Her state of health has been well published through the all electronic news media of Bangladesh. She went to Singapore on 11 July for better treatment. She came back to Bangladesh on 25 October and reported to have overcome her sickness.

Awards

  • Bangladesh
    • Shadhinota Padak
    • Ekushey Padak (The February 21 Medallion)
    • Jatiyo Cholochchitro Puroshkar (The National Film Award)(10x)
  • India
    • Best Playback Singer Award (Bengal Film Journalists' Association)

বাংলাদেশের কোকিল সাবিনা ইয়াসমিন ১৯৫৩

সাবিনা ইয়াসমিন একজন খ্যাতনামা বাংলাদেশী সঙ্গীত শিল্পী। দেশাত্ববোধক গানের জন্য সাবিনা ইয়াসমিন-এর খ্যাতি ব্যাপক। সব ক’টা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাড়িয়া দে, সুন্দর সুবর্ণ-এ ধরনের অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। ছায়াছবিতে ১২ হাজারের মতো গান করছেন তিনি। দশবার পেয়েছেন জাতীয় পুরস্কার।

জন্ম সাবিনা ইয়াসমিন
৪ সেপ্টেম্বর, ১৯৫৩ সাল
পেশা গায়িকা, অভিনেত্রী
যে কারণে পরিচিত গায়িকা

প্রাথমিক জীবন

সাবিনা ইয়াসমিনের জন্ম ৪ সেপ্টেম্বর। পৌত্রিক বাড়ি সাতক্ষীরায় । তাঁর ৫ বোনের মাঝে ৪ বোনই গান করেছেন।তারা হলেন ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন।তাঁর বড় বোন ফরিদা ইয়াসমিন যখন গান দুর্গাপ্রসাদ রায়ের কাছে তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন। পরবর্তীতে ওস্তাদ পি সি গোমেজের কাছে একটানা ১৩ বছর তালিম নিয়েছেন।মাত্র ৭ বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে গান গান নিয়মিত।১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ এবং ‘মধুর জোছনা দীপালি’ গানটির মাধ্যমে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে আত্ন প্রকাশ করেন।তবে ‘নতুন সুর’ ছবিতে প্রথম গান করেন তিনি শিশু শিল্পী হিসেবে।

গানের ভূবনে বিচরন

সাবিনা ইয়াসমিন;যিনি চার দশকেরও বেশী সময় ধরে গানের ভূবনে বিচরন করছেন-বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধ হয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেন নাই।গত কয়েক দশকে তিনি সর্বমোট কত হাজার গান গেয়েছেন তার সঠিক হিসেব হয়ত সাবিনা নিজেও দিতে পারবেননা তবে মরমী শিল্পী সেই আব্দুল আলীম থেকে শুরু করে একালের কোন উঠতি গায়কের সাথেও অবিরাম গেয়ে চলেছেন একের পর এক গান।সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর,ডি,বর্মণের সুরে গান গাওয়ার, বিখ্যাত কিশোর কুমারের সাথেও ডুয়েট গান গাওয়ার। ১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে 'ডক্টরেট" ও লাভ করেছেন।সাধারণত ফিল্মের গানেই তিনি বেশী কন্ঠ দিয়েছেন।

সাম্প্রতিক এলবাম

সাবিনা ইয়াসমিন এর সাম্প্রতিকতম এলবামটির নাম 'তেরো' -১৩, এটি কবীর সুমন এর সাথে এক সঙ্গে গাওয়া ।

সন্মাননা

সাবিনা ইয়াসমিন সংগীতে অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন অনেক বার। যেমন - ১৯৮৪ সালে একুশে পদক,জাতীয় চলচ্চিত্র পুরষ্কার মোট ১০টি, বাচসাস পুরষ্কার মোট ৬টি, বিএফজেএ পুরষ্কার মোট ১৯৯১ সালে। উত্তম কুমার পুরষ্কার ১৯৯১ সালে, এইচ এম ভি ডাবল প্লাটিনাম ডিস্ক,বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতে 'ডক্টরেট' ডিগ্রি লাভ করেছেন ১৯৮৪ সালে, ১৯৭৪ ও ১৯৭৫ সালে জহির রায়হান চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৫ সালে চলচ্চিত্র পূবাণী চলচ্চিত্র পুরষ্কার, ১৯৯০ সালে শেরে বাংলা স্মৃতি পদক, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরষ্কার,১৯৯২ সালে জিয়া স্মৃতি পদক এবং নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে পান ‘বেস্ট সিঙ্গার’ পুরষ্কার।গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন যেমন ইংল্যান্ড,সুইডেন,নরওয়ে,হংকং,আমেরিকা,বাহরাইন ইত্যাদি।এছাড়া ভারত, পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের ‘উল্কা’ নামের সিনেমাতে অভিনয় করেছেন।তিনি ২০১০ সালে চ্যানেল আই সেরা কন্ঠ নির্বাচনে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে খান আতাউর রহমানের অবদান অনেক।

অসংখ্য গানের মধ্য থেকে কিছু গান

এ কী সোনার আলোয়----(মনের মত বউ)

প্রেম যেন এক গোধুলিবেলার--(সমাধান)
যদি আমাকে জানতে সাধ হয়(হারজিৎ)
এই পৃথিবীর পরে কত ফুল ফোটে (আলোর মিছিল)
জানিনা কি ভেবে কাছে নিয়েছিলে(আপনপর)
মন যদি ভেঙ্গে যায় যাক (জোয়ার ভাটা)
জানিনা কে তুমি -----(নাচের পুতুল)
ভুলে গেছি সুর ওগো--(পিচ ঢালা পথ)
অশ্রু দিয়ে লেখা এ গান (অঃ দিঃ লেখা)
শুধু গান গেয়ে পরিচয়---(অবুঝ মন)
এ আধার কখনো যাবেনা (জীবন তৃষ্ণা)
মিছে হল সবই যে মোর (এতটুকু আশা)
নে রে হার মেনেছি
ও মাধবী গো, আছো মোর অন্তরে
এই ক্ষনটুকু শুধু আমার (ছুটির ফাঁদে)
গীতিময়,সেই দিন চিরদিন (ছন্দ হারিয়ে গেল)
রিমঝিম বরষাতে---------(ছন্দ হারিয়ে গেল)
ছোট্ট একটি গ্রাম-----(সেতু)
কিনিকিনি কংকন বাজে গো(স্বপ্ন দিয়ে ঘেরা)
জানিনা সে হৃদয়ে কখন এসেছে-(একই অঙ্গে এত রুপ)
ফুলের মালা পরিয়ে দিলে (ময়নামতি)
অনেক প্রেমে রাঙ্গানো আমার এ মন-(অনেক প্রেম অনেক জ্বালা)
শহর থেকে দুরে (শহর থেকে দুরে)
চিঠি দিও প্রতিদিন (অপরাধ)
কোন লজ্জায় ফুল সুন্দর হল (অধিকার)
ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা (বন্দিনী)
আলো তুমি নিভে যাও (অনন্ত প্রেম)
রংধনু চোখে চোখে কথাকলি মুখে মুখে (মাটির মায়া)
ভালবাসি বলিবনা আর (কসাই)
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে (আনারকলি)
দুঃখ আমার বাসর রাতের (জননী)
সন্ধ্যার ছায়া নামে (পু্ত্রবধু)
মন আমার ছোট্ট তরী (গাংচিল)
মনটা কেন হঠাৎ করে বাধন হারালো(গাংচিল)
কেউ কোনদিন আমারে তো (সুন্দরী)
আমি আছি থাকবো ভালবেসে মরবো(সুন্দরী)
দুঃখ ভালবেসে প্রেমের খেলা (জন্ম থেকে জ্বলছি)
জন্ম থেকে জ্বলছি মাগো ( !!)
তুমি যদি সুখী হও আমি চলে গেলে (বড় বাড়ির মেয়ে)
যদি গো তার দেখা পাইতাম---------( বড় বাড়ির মেয়ে)
জনম জমম ধরে প্রেম পিয়াসী-------(দেবদাস)
ভালবেসে গেলাম শুধু ---------(কেউ কারো নয়)
শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে (রাজলক্ষী শ্রীকান্ত)
মনটা ছিল পথে পড়ে ----(চিৎকার)
ও সাথী রে ,তুমি আছো তুমি রবে(যন্তর মন্তর)
কত যে ফাগুন গেল গুনে দেখিনি (চেনামুখ)
আমার মনের ভিতর অনেক জ্বালা (প্রেমিক)
জীবন মানে যন্ত্রণা-------(এখনই সময়)
মরিব মরিব আমি দাও গো বিদায়(বড় বাড়ির মেয়ে)
আহা চোখের লজ্জা (চন্দ্রনাথ)
প্রেম মুরতী ঘনশ্যাম(চন্দ্রনাথ)
এই দিন চিরদিন জীবনে ( স্ত্রী)
এ সুখের নেই কোন ঠিকানা (স্বামী-স্ত্রী)
আমার সকল চাওয়া তোমাকে ঘিরে (বিরাজ বউ)
আমাকে দেখো না এমন করে (মিস লংকা)
তুমি যে আমার ভালবাসা (বিসর্জন)
শুনাবো কি গান ( বিসর্জন)
কারো আপন হইতে পারলিনা অন্তর(প্রেম নগর)
কতদিন দেখিনি তোমারে (শাস্তি)
অন্তর আমার করলাম নোঙর (নাগর দোলা)
এই মন তোমাকে দিলাম (মানসী)
আমি রজনীগন্ধা ফুলের মত (রজনী গন্ধা)
তোমারই পরশে জীবন আমার (অংশিদার)
এই নিরিবিলি হাওয়ায় (পরিচয়)
একটি ফোটা ফুল একটি শিশির কণা (চাষীর মেয়ে)
ডাকে বারেবারে কে আমারে (শিরী ফরহাদ)
রাগের পরে অনুরাগ (পায়ে চলার পথ)
আমি শুধুই তোমারই জন্য------?????????
আশায় আশায় দিন কেটে যায়-----????
তুমি আমার জীবন তুমি আমার মরন---??????
কি যে করি (কি যে করি)
রংধনু ছড়িয়ে চেতনার আকাশে (বসুন্ধরা)
আমি তো কেবলই এক সাধারন (কাজল লতা)
মন তুই দেখলিনা রে (আগুনের আলো)
আমি ধন্য হয়েছি ওগো (সোনা বউ)
এ আকাশ কে সাক্ষী রেখে (সোহাগ)
ফুল আছে কাঁটা আছে (লাভ ইন সিঙ্গাপুর)
কিছু বলতে আমার বড় সাধ হয় (দেনা পাওনা)
জানি জানি সুখ পাখী তো দেয়না (জীবন সাথী)
দিওনা এ মন দিওনা (আলতাবানু)
মওসম রঙ্গীলা সোনালী (তালাশ)
যেওনা সাথী--(দুরদেশ)
দয়াল তোমার নামের তরী(মাটির মায়া)
ও আমার মন কান্দে (নাগর দোলা)
মন যা বলে মুখে আমি (বধু বিদায়)
এ সময় মায়া মায়া (দরশন)
ভালবেসে ভুল করেছি (ভাত দে)
চোখে চোখ রেখোনা ভয় পাবে হৃদয় (সময় অসময়)
কাছে থেকেও দুরে (সোহাগ)
সে যে কেন এলোনা (রংবাজ)
ও পাখী তোর যন্ত্রনা (অতিথি)
ওরে ও দুষ্টু কোকিলা (হারানো মানিক)
ওরে ও জান রে (জীবন নৌকা)
তুমি কি এখন আমারই কথা ভাবছো(জীবন নৌকা)
মন দিলাম প্রান দিলাম (নূরী)
আজ আমার বাঁচতে যে সাধ হয় (মনিহার)
সুর ভরা এই প্রানের মেলায় (আওয়ারা)
গাগরী বরনে যাবনা যাবনা (রাজলক্ষী শ্রীকান্ত)
খুশীতে নাচে মন (বৌরানী)
যখন আমি ছোট্ট ছিলাম (জবাব)
আধখানা চাঁদ ঐ আকাশে (ভাঙ্গাগড়া)
আধি আধি রাত (যন্তর মন্তর)
ভালবাসা ভুল (স্বামীর সোহাগ)
তুমি ছিলে তুমি রবে (মা ও ছেলে)
তোমাকে ভালবেসে (মা ও ছেলে)
বাজুবন্ধ খুলে খুলে যায় (রাজাসাহেব)
আমি যে খুজি তারে (সম্রাট)
কত নিঝুম রাতের (নাচের পুতুল)
মান অভিমান সে তো হৃদয়ের টান (সুখে থাকো)
হৃদয়ে আকা যে ছবি (দুটি মন দুটি আশা)
ও গো চাঁদ তুমি কি জান না (ইয়ে করে বিয়ে)
নিজের চোখে নিজে আমি (অসাধারণ)
স্মৃতি কেন কাঁদায় (স্বামী)
আশা ছিল মনে মনে (একই অঙ্গে এত রুপ)
বুকেরই ভিতরে রাখিব তোমারে (আমানত)
অন্তর জ্বালাইলা (মালাবদল)
ভালবাসার মনিহারে (অগ্নিকন্যা)
যখন আমার ডাক শুনবে (কা-পুরুষ)
ও নদীরে আমি নালিশ জানাই (অভিমান)
ভালবেসে যদি অপরাধ করে (প্রিয়তমা)
বাদী হল নর্তকী (আনারকলি)
চোখে চোখ রেখো না (প্রেম বন্ধন)
পাখী তুই বলনা--- ????
আমি যদি হারিয়ে যাই
একই শোনালে আমায় (অবুঝ মন)
যে কথা নীরবে ভাষা খোজে (ভালমানুষ)


বাংলাদেশ ক্রিকেট দলের এ পর্যন্ত

বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা "দ্য টাইগার" নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।
বাংলাদেশ আইসিসি'র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত। তারা দশম টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্ণামেন্টে চার ম্যাচের দু'টিতে তারা হেরে যায় এবং দু'টিতে জয়লাভ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।
১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছিল। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট ৬৩টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ৩টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু'টো জেতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট রেটিংয়ে নবম স্থানে থেকে যথাক্রমে নিউজিল্যাণ্ড এবং ওয়েস্ট ইন্ডিজের নীচে অবস্থান করছে।

বাংলাদেশ ক্রিকেট দল

* ওডিআই স্ট্যাটাস প্রাপ্তি: ১৯৯৭ সালে

* টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি: ২০০০ সালে

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি ২০০০
প্রথম টেস্ট ম্যাচ ভারত এর সাথে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকাতে, ১০-১৩ নভেম্বর ২০০০
অধিনায়ক সাকিব আল হাসান
কোচ জিমি সিডন্স
অফিসিয়াল আইসিসি টেস্ট এবং ওডিআই রেঙ্কিং ৯ম (টেস্ট), ৭ম (ওডিআই)
এই বছরের
- টেস্ট ম্যাচ
৬৮
সর্বশেষ টেস্ট ম্যাচ ইংল্যান্ড এর সাথে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার এ, ৪-৬ জুন ২০১০
এই বছরে
- হার/জিত
৩/৫৯
০/০
১৯ ফেব্রুয়ারী ২০১০ পর্যন্ত

বর্তমান দলের সদস্যবৃন্দ

ঢাকা'র শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা জিম্বাবুয়ে দলের উদ্বোধনী জুটি ভেঙ্গে আনন্দ প্রকাশ করছে।
নাম জন্ম ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন আভ্যন্তরীণ দল ক্রিকেটের ধরণ ওডিআই জার্সি নং
টেস্ট, ওডিআই, টি-২০: অধিনায়ক
সাকিব আল হাসান ১৯৮৬ বাঁ হাতি বাঁ হাতি স্পিন ওরচেস্টারশায়ার টেস্ট, ওডিআই, টি-২০ ৭৫
টেস্ট, ওডিআই, টি-২০: সহঃ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটস্‌ম্যান
তামিম ইকবাল ১৯৮৯ বাঁ হাতি বাঁ হাতি স্পিন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ২৯
ওপেনিং ব্যাটস্‌ম্যান
শাহরিয়ার নাফিস ১৯৮৬ বাঁ হাতি বাঁ হাতি স্পিন ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৪২
ইমরুল কায়েস ১৯৮৭ বাঁ হাতি ডানহাতি অফ-ব্রেক খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৬২
জুনায়েদ সিদ্দিকী ১৯৮৭ বাঁ হাতি ডানহাতি অফ-ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৩১
মিডিল অর্ডার ব্যাটস্‌ম্যান
রাকিবুল হাসান ১৯৮৭ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক বরিশাল বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৭১
মোহাম্মদ আশরাফুল ১৯৮৪ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
সাব্বির রহমান ১৯৯১ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টি-২০ ৭৬
অল-রাউন্ডার
মোহাম্মদ মাহমুদউল্লাহ ১৯৮৬ ডান হাতি ডানহাতি অফ-ব্রেক ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৩০
নাঈম ইসলাম ১৯৮৬ ডান হাতি ডানহাতি অফ-ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৭৭
অলক কাপালী ১৯৮৪ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৩৫
উইকেট-কিপার
মুশফিকুর রহিম ১৯৮৮ ডান হাতি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
জহুরুল ইসলাম ১৯৮৬ ডান হাতি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ১৫
পেস বোলার
মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
শাহাদাত হোসেন ১৯৮৬ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৫৯
শফিউল ইসলাম ১৯৮৬ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ১৩
রুবেল হোসেন ১৯৯০ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৩৪
সৈয়দ রাসেল ১৯৮৪ বাঁ হাতি বাঁ হাতি-ফাস্ট মিডিয়াম খুলনা বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৪৭
নাজমুল হোসেন ১৯৮৭ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৯০
স্পিন বোলার
আব্দুর রাজ্জাক ১৯৮২ বাঁ হাতি বাঁ হাতি স্পিন খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৪১
সোহরাওয়ার্দী শুভ ১৯৮৮ বাঁ হাতি বাঁ হাতি স্পিন রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৫১
এনামুল হক জুনিয়র ১৯৮৬ ডান হাতি বাঁ হাতি স্পিন সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট ৪৫

ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং পরিসংখ্যান

গত ২ বৎসরে ওডিআইয়ে অংশগ্রহণকারী বাংলাদেশী খেলোয়াড়দের ব্যাটিং পরিসংখ্যান
খেলোয়াড়ের নাম ম্যাচ ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ গড় বল স্ট্রাইক রেট শতক অর্ধ-শতক ডাক বাউণ্ডারী ছক্কা
সাকিব আল হাসান ১০২ ৯৮ ১৭ ২৮৩৪ ১৩৪* ৩৪.৯৮ ৩৬৫৫ ৭৭.৫৩ ১৭ ২৫৮ ১৯
তামিম ইকবাল ৮৯ ৮৯ ২৬৪০ ১৫৪ ২৯.৬৬ ৩৩৩২ ৭৯.২৩ ১৬ ৩০২ ৪১
শাহরিয়ার নাফিস ৬৪ ৬৪ ১৯৭৬ ১২৩* ৩৩.৪৯ ২৭৯০ ৭০.৮২ ১১ ২৫৩
ইমরুল কায়েস ৩০ ৩০ ৮৯৪ ১০১ ২৯.৮০ ১৩৬৮ ৬৫.৩৫ ৮৯
জুনায়েদ সিদ্দিকী ৪৬ ৪৫ ১০৫৬ ১০০ ২৪ ১৫৫৫ ৬৭.৯০ ১০৪
রাকিবুল হাসান ৪৯ ৪৮ ১২৩১ ৮৯ ২৯.৩০ ১৯৯২ ৬১.৭৯ ১০০
মোহাম্মদ আশরাফুল ১৬২ ১৫৬ ১৩ ৩৩৬০ ১০৯ ২৩.৪৯ ৪৭৪৫ ৭০.৮১ ২০ ১১ ৩৩৯ ২৯
সাব্বির রহমান অভিষেক হয়নি
মোহাম্মদ মাহমুদউল্লাহ ৬১ ৫১ ১৪ ১০৭০ ৬৪* ২৮.৯১ ১৫৮৭ ৬৭.৪২ ৭২
নাঈম ইসলাম ৪০ ৩৩ ১৪ ৫৪৪ ৭৩* ২৮.৬৩ ৮৩৫ ৬৫.১৪ ৪২ ১২
অলক কাপালী ৬৫ ৬২ ১১৭০ ১১৫ ১৯.৮৩ ১৭০১ ৬৮.৭৮ - ৯৬ ১০
মুশফিকুর রহিম ৮৪ ৭৫ ১৩ ১৪৬০ ৯৮ ২৩.৫৪ ২২৪৬ ৬৫ ১১১ ১৫
জহুরুল ইসলাম ১৫৬ ৪১ ৩১.২০ ২১২ ৭৩.৫৮ ১৩
মাশরাফি বিন মর্তুজা ১১৬ ৯০ ১৬ ১১৬৩ ৫১* ১৫.৭১ ১৩৪৫ ৮৬.৪৬ ৯৫ ৪০
শাহাদাত হোসেন ৪৬ ২৫ ১৫ ৭৯ ১৬* ৭.৯০ ১৪৩ ৫৫.২৪
শফিউল ইসলাম ২৩ ১১ ৫২ ১৬ ৭.৪২ ৮৫ ৬১.১৭
রুবেল হোসেন ২১ ১০ ১০ ২.৫০ ৩৭ ২৭.০২
সৈয়দ রাসেল ৫২ ২৭ ১১ ৮১ ১৫ ৫.০৬ ১৮৫ ৪৩.৭৮
নাজমুল হোসেন ৩৪ ২০ ১২ ৩৫ * ৪.৩৭ ১২৮ ২৭.৩৪
আব্দুর রাজ্জাক ১১১ ৭০ ২৯ ৫৬৩ ৩৩ ১৩.৭৩ ৭৯৭ ৭০.৬৩ - - ৪০ ১৪
সোহরাওয়ার্দী শুভ ১১ ৫৯ ১৪* ৯.৮৩ ৮৩ ৭১.০৮
এনামুল হক জুনিয়র ১০ ১২ ৩.০০ ১৯ ৬৩.১৫ - -
ডলার মাহমুদ ৬১ ৪১ ১৫.২৫ ৪৪ ১৩৮.৬৩ - -
আফতাব আহমেদ ৮৫ ৮৫ ১৯৫৪ ৯২ ২৪.৭৩ ২৩৫৩ ৮৩.০৪ - ১৪ ২০৫ ৪৯
ফয়সাল হোসেন ৪৩ ১৭ ১০.৭৫ ৯১ ৪৭.২৫
মাহবুবুল আলম ৮১ ৫৯ ৪০.৫০ ৭১ ১১৪.০৮
মেহরাব হোসেন জুনিয়র ১৮ ১৬ ২৭৬ ৫৪ ১৭.২৫ ৬৪২ ৪২.৯৯ ২৪

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৩, ২০১১ইং তারিখ পর্যন্ত


অন্যান্য দলের বিরুদ্ধে ফলাফল

ওয়ানডে ক্রিকেটে

বিপক্ষ সময়কাল ম্যাচ জয় পরাজয় টাই স্থগিত সাফল্যের হার
অস্ট্রেলিয়া ১৯৯০-২০১১ ১৯ ১৮ ৫.২৬%
ভারত ১৯৮৮-২০১১ ২৩ ২১ ৮.৬৯%
শ্রীলংকা ১৯৮৬-২০১০ ২৯ ২৭ ৬.৮৯%
দক্ষিণ আফ্রিকা ২০০২-২০১১ ১৪ ১৩ ৭.১৪%
ইংল্যান্ড ২০০০-২০১১ ১৫ ১৩ ১৩.৩৩%
পাকিস্তান ১৯৮৬-২০১০ ২৬ ২৫ ৩.৮৪%
নিউজিল্যান্ড ১৯৯০-২০১০ ২১ ১৬ ২৩.৮০%
ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯-২০১১ ১৭ ১২ ২০.০০%
আয়ারল্যান্ড ২০০৭-২০১১ ৭১.৪২%
জিম্বাবুয়ে ১৯৯৭-২০১০ ৫১ ২৮ ২৩ ৫৪.৯০%
নেদারল্যান্ড ২০১০-২০১১ ৫০.০০%
কেনিয়া ১৯৯৭-২০০৬ ১৪ ৫৭.১৪%
স্কটল্যান্ড ১৯৯৯-২০০৬ ১০০%
বারমুদা ২০০৭-২০০৭ ১০০%
কানাডা ২০০৩-২০০৭ ৫০%
হংকং ২০০৪-২০০৪ ১০০%
সংযুক্ত আরব আমিরাত ২০০৮-২০০৮ ১০০%

সর্বশেষ আপডেট: এপ্রিল ২৮, ২০১১ইং।

  • লক্ষণীয়: (১) ফলাফলের ক্ষেত্রে 'স্থগিত'কে হিসাবে আনা হয়নি। (২) টাই-কে অর্ধেক জয় হিসেবে গণনা করা হয়েছে।

টেস্ট ক্রিকেটে

বিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ ইনিংসগুলো

ওয়ানডে ক্রিকেটে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এ পর্যন্ত ৪ বার তিনশতেরও অধিক রান করতে পেরেছে। ২০০৯ সালের ১১ আগস্ট প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে বুলাওয়েতে ৮ উইকেটে ৩২০ রান করে বাংলাদেশ তাদের সর্বোচ্চ স্কোর গড়ে।

শীর্ষ ১০টি সর্বোচ্চ রানের ইনিংস
স্কোর ওভার সংখ্যা রান রেট ব্যাটিং প্রতিপক্ষ মাঠ তারিখ ওডিআই নং
৩২০/৮ ৫০ ৬.৪০ ১ম জিম্বাবুয়ে বুলাওয়ে ১১ আগস্ট, ২০০৯ ২৮৭১
৩১৩/৬ ৪৭.৫ ৬.৫৪ ২য় জিম্বাবুয়ে বুলাওয়ে ১৬ আগস্ট, ২০০৯ ২৮৭৩
৩০১/৭ ৫০ ৬.০২ ১ম কেনিয়া বগুড়া ১৭ মার্চ, ২০০৬ ২৩৫০
৩০০/৮ ৫০ ৬.০০ ১ম সংযুক্ত আরব আমিরাত লাহোর ২৪ জুন, ২০০৮ ২৭১১
২৯৬/৬ ৫০ ৫.৯২ ১ম ভারত ঢাকা ৭ জানুয়ারি, ২০১০ ২৯৩৯
২৯৩/৭ ৫০ ৫.৮৬ ১ম আয়ারল্যান্ড ঢাকা ২২ মার্চ, ২০০৮ ২৬৯৫
২৮৫/৭ ৫০ ৫.৭০ ২য় পাকিস্তান লাহোর ১৩ এপ্রিল, ২০০৮ ২৭০০
২৮৩/৬ ৫০ ৫.৬৬ ১ম ভারত করাচী ২৮ জুন, ২০০৮ ২৭২১
২৭৮/৬ ৫০ ৫.৫৬ ১ম স্কটল্যান্ড ঢাকা ১৭ ডিসেম্বর, ২০০৬ ২৪৬৭
২৭৮/৫ ৫০ ৫.৫৬ ১ম কানাডা সেন্ট জোন্স ২৮ ফেব্রুয়ারি, ২০০৭ ২৫৩০
২৭৬/৭ ৪৯ ৫.৬৩ ২য় ওয়েস্ট ইন্ডিজ রোজিও ২৮ জুলাই, ২০০৯ ২৮৬৩
২৭২/৮ ৫০ ৫.৪৪ ২য় জিম্বাবুয়ে বুলাওয়ে ১১ এপ্রিল, ২০০১ ১৭০৬
২৬৭/৯ ৫০ ৫.৩৪ ২য় জিম্বাবুয়ে ঢাকা ২৫ নভেম্বর, ২০০১ ১৭৭৪
২৬৫/৯ ৫০ ৫.৩০ ২য় শ্রীলংকা মোহালী ৭ অক্টোবর, ২০০৬ ২৪২৩
২৬০/৯ ৫০ ৫.২০ ১ম জিম্বাবুয়ে হারারে ৪ ফেব্রুয়ারি, ২০০৭ ২৫০৫
২৬০/৭ ৫০ ৫.২০ ১ম শ্রীলংকা ঢাকা ৪ জানুয়ারি, ২০১০ ২৯৭
২৬০/৬ ৫০ ৫.২০ ১ম ইংল্যান্ড ঢাকা ২ মার্চ, ২০১০ ২৯৬৫
২৫৭ ৪৭.১ ৫.৪৪ ২য় জিম্বাবুয়ে নাইরোবী (জিম) ১১ অক্টোবর, ১৯৯৭ ১২৪০
২৫৭/৫ ৫০ ৫.১৪ ১ম জিম্বাবুয়ে ঢাকা ২৫ মার্চ, ১৯৯৯ ১৪২০
২৫৭/৯ ৫০ ৫.১৪ ২য় ভারত ঢাকা ২৭ ডিসেম্বর, ২০০৪ ২২০২

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৪, ২০১১ইং তারিখ পর্যন্ত।

টেস্ট ক্রিকেটে

২০১০ সালের ওডিআইয়ের ফলাফল

স্বাগতিক দল প্রতিপক্ষ বিজয়ী দল ফলাফল ভেন্যু তারিখ ওডিআই নং
বাংলাদেশ শ্রীলংকা শ্রীলংকা ৭ উইকেটে ঢাকা ৪ জানুয়ারি, ২০১০ ২৯৩৭
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ঢাকা ৭ জানুয়ারি, ২০১০ ২৯৩৯
বাংলাদেশ শ্রীলংকা শ্রীলংকা ৯ উইকেটে ঢাকা ৮ জানুয়ারি, ২০১০ ২৯৪০
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ঢাকা ১১ জানুয়ারি, ২০১০ ২৯৪২
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ১৪৬ রানে ন্যাপিয়ার ৫ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৪৯
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ৫ উইকেটে ডুনেডিন ৮ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৫১
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ৩ উইকেটে ক্রাইস্টচার্চ ১১ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৫৩
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ৬ উইকেটে ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৬৪
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ২ উইকেটে ঢাকা ২ মার্চ, ২০১০ ২৯৬৫
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ৪৫ রানে চট্টগ্রাম ৫ মার্চ, ২০১০ ২৯৬৮
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ডাম্বুলা ১৬ জুন, ২০১০ ২৯৯৩
শ্রীলংকা বাংলাদেশ শ্রীলংকা ১২৬ রানে ডাম্বুলা ১৮ জুন, ২০১০ ২৯৯৫
বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান ১৩৯ রানে ডাম্বুলা ২১ জুন, ২০১০ ২৯৯৮
ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড ৬ উইকেটে নটিংহ্যাম ৮ জুলাই, ২০১০ ৩০১৮
ইংল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ ৫ রানে ব্রিস্টল ১০ জুলাই, ২০১০ ৩০২৫
ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড ১৪৪ রানে বার্মিংহাম ১২ জুলাই, ২০১০ ৩০২৬
আয়ারল্যান্ড বাংলাদেশ আয়ারল্যান্ড ৭ উইকেটে বেলফাস্ট ১৫ জুলাই, ২০১০ ৩০২৭
আয়ারল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ ৬ উইকেটে বেলফাস্ট ১৬ জুলাই, ২০১০ ৩০২৮
স্কটল্যান্ড বাংলাদেশ স্থগিত
গ্লাসগো ১৯ জুলাই, ২০১০ ৩০২৮এ
বাংলাদেশ নেদারল্যান্ড নেদারল্যান্ড ৬ উইকেটে গ্লাসগো ২০ জুলাই, ২০১০ ৩০২৯
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৯ রানে ঢাকা ৫ অক্টোবর, ২০১০ ৩০৫১
বাংলাদেশ নিউজিল্যান্ড স্থগিত
ঢাকা ৮ অক্টোবর, ২০১০ ৩০৫২এ
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৭ উইকেটে ঢাকা ১১ অক্টোবর, ২০১০ ৩০৫৪
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৯ রানে ঢাকা ১৪ অক্টোবর, ২০১০ ৩০৫৬
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৩ রানে ঢাকা ১৭ অক্টোবর, ২০১০ ৩০৫৮
বাংলাদেশ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ৯ রানে ঢাকা ১ ডিসেম্বর, ২০১০ ৩০৭১
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬ উইকেটে ঢাকা ৩ ডিসেম্বর, ২০১০ ৩০৭৩
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬৫ রানে ঢাকা ৬ ডিসেম্বর, ২০১০ ৩০৭৫
বাংলাদেশ জিম্বাবুয়ে স্থগিত
চট্টগ্রাম ১০ ডিসেম্বর, ২০১০ ৩০৭৬এ
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬ উইকেটে চট্টগ্রাম ১২ ডিসেম্বর, ২০১০ ৩০৭৮

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৫, ২০১১ইং তারিখ পর্যন্ত।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হ্যাট্রিকগুলো

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এ পর্যন্ত ২ (দুই)জন খেলোয়াড় পরপর তিন বলে তিনজন ব্যাটস্‌ম্যানকে আউট করে হ্যাট্রিক করার বিরল সৌভাগ্য অর্জন করেন। ১ম হ্যাট্রিক (বিশ্বে ২১তম) করেন - শাহাদাত হোসেন এবং সাম্প্রতিককালে ২য় হ্যাট্রিক করেন (বিশ্বে ২৭তম: সর্বেশেষ) - আব্দুর রাজ্জাক


বাংলাদেশী বোলারদের হ্যাট্রিক
ক্রমিক নং ওডিআই নং বোলারের নাম দলের নাম বিপক্ষ যাদেরকে আউট করেছেন ভেন্যু তারিখ
১। &0000000000002394.000000২,৩৯৪ শাহাদাত হোসেন বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ জিম্বাবুয়ে এর পতাকা জিম্বাবুয়ে

তাফাজা মুফামবিসি (কট †খালেদ মাসুদ)
এলটন চিগুম্বুরা (এলবিডব্লিউ)
তাওয়ান্দা মুপারিয়া (কট †খালেদ মাসুদ)

হারারে স্পোর্টস ক্লাব, হারারে ২ আগস্ট, ২০০৬
২। &0000000000003073.000000৩,০৭৩ আব্দুর রাজ্জাক বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ জিম্বাবুয়ে এর পতাকা জিম্বাবুয়ে

প্রস্পার উতসেয়া (কট নাঈম ইসলাম)
রে প্রাইস (এলবিডব্লিউ)
ক্রিস্টোফার মপোফু (এলবিডব্লিউ)

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ৩ ডিসেম্বর, ২০১০

বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক

বিপক্ষীয় বোলারের হ্যাট্রিক
ক্রমিক নং ওডিআই নং বোলারের নাম দলের নাম বিপক্ষ যাদেরকে আউট করেছেন ভেন্যু তারিখ
১।[D][F] &0000000000001950.000000১,৯৫০ চামিন্দা ভাস শ্রীলঙ্কা এর পতাকা শ্রীলঙ্কা বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ

হান্নান সরকার (ব)
• মোহাম্মদ আশরাফুল (ক)
এহসানুল হক (ক) মাহেলা জয়াবর্ধনে)

পিটারমারিতজ্‌বার্গ ওভাল, পিটারমারিতজ্‌বার্গ ১৪ ফেব্রুয়ারি, ২০০৩

একদিনের ক্রিকেটে

খেলায় অনন্য অর্জনগুলো

সর্বোচ্চ ...↓ সাফল্যের বিবরণ↓ তারিখ↓ মন্তব্য↓
দলীয় রান ৩২০/৮ বনাম জিম্বাবুয়ে, বুলাওয়ে ১১ আগস্ট, ২০০৯
মোট ব্যক্তিগত রান মোহাম্মদ আশরাফুল, ৩৩৬০ রান, ১৬২ ম্যাচে, ২৩.৪৯ গড়ে
খেলায় ব্যক্তিগত রান ১৫৪, তামিম ইকবাল, বিপক্ষ জিম্বাবুয়ে, বুলাওয়ে, ২০০৯
জুটি ১৭৫*, ৪র্থ উইকেটে, হাবিবুল বাশার (৬৪) - রাজিন সালেহ (১০৮); বনাম কেনিয়া, ফতুল্লা ২৫ মার্চ, ২০০৬
সেঞ্চুরী ৫টি, সাকিব আল হাসান, ১০২ খেলায়
হাফ-সেঞ্চুরী ২৩টি, মোহাম্মদ আশরাফুল, ১৬২ খেলায়
উইকেট-কিপার কর্তৃক আউট ১২৬টি; খালেদ মাসুদ; ১২৬ খেলায়
উইকেট-কিপার ব্যতীত আউটকারী ৩৬টি; মাশরাফি বিন মর্তুজা; ১১৬ খেলায়
গড় (সর্বনিম্ন ৩০.০০) সাকিব আল হাসান; ৩৪.৯৮
ম্যাচে সিক্স বা ছক্কা ৭টি; তামিম ইকবাল; বিপক্ষ ....
মোট ব্যক্তিগতভাবে সিক্স বা ছক্কা ৪৯টি; আফতাব আহমেদ; ৮০ খেলায়
খেলায় অংশগ্রহণ মোহাম্মদ আশরাফুল; ১৬২ খেলা
অধিনায়ক হিসেবে অংশগ্রহণ হাবিবুল বাশার; ৬৯টি খেলায়; ২০০৪ - ২০০৭

ওয়ানডে পার্টনারশীপগুলো

প্রতি উইকেটে সর্বোচ্চ রান
উইকেট রান খেলোয়াড়দ্বয় বিপক্ষ মাঠ খেলার তারিখ ম্যাচ নং
১ম ১৭০ শাহরিয়ার হোসেন-মেহরাব হোসেন জিম্বাবুয়ে ঢাকা ২৫ মার্চ, ১৯৯৯ ১৪২০
২য় ১৬০ ইমরুল কায়েস-জুনায়েদ সিদ্দিকী পাকিস্তান ডাম্বুলা ২১ জুন, ২০১০ ২৯৯৮
৩য় ১৪১ মোহাম্মদ আশরাফুল-রাকিবুল হাসান (জুনিয়র) সংযুক্ত আরব আমিরাত লাহোর ২৪ জুন, ২০০৮ ২৭১১
৪র্থ ১৭৫* রাজিন সালেহ-হাবিবুল বাশার কেনিয়া ফতুল্লা ২৫ মার্চ, ২০০৬ ২৩৫৬
৫ম ১১৯ শাকিব আল হাসান-রাকিবুল হাসান (জুনিয়র) দক্ষিণ আফ্রিকা ঢাকা ১২ মার্চ, ২০০৮ ২৬৯১
৬ষ্ঠ ১২৩* আল শাহারিয়ার-খালেদ মাসুদ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ৮ অক্টোবর, ১৯৯৯ ১৫১০
৭ম ১০১ মুশফিকুর রহিম-নাঈম ইসলাম নিউজিল্যান্ড ডুনেডিন ৮ ফেব্রুয়ারী, ২০১০ ২৯৫১
৮ম ৭০* খালেদ মাসুদ -মোহাম্মদ রফিক নিউজিল্যান্ড কিম্বার্লী ২৬ ফেব্রুয়ারী, ২০০৩ ১৯৬৮
৯ম ৯৭ শাকিব আল হাসান - মাশরাফি বিন মুর্তজা পাকিস্তান মুলতান ১৬ এপ্রিল, ২০০৮ ২৭০২
১০ম ৫৪* খালেদ মাসুদ -তাপশ বৈশ্য শ্রীলঙ্কা কলম্বো (সিংহলীজ স্পোর্টস ক্লাব) ৩১ আগস্ট, ২০০৫ ২২৭৫

সর্বশেষ আপডেট: (ফেব্রুয়ারী ১, ২০১১ইং তারিখ পর্যন্ত)

  • = বাংলাদেশের পক্ষে যে-কোন উইকেটে সর্বোচ্চ রান।

ওয়ানডে'র উইকেট সংক্রান্ত

সবোর্চ্চ বিবরণ খেলোয়াড়ের নাম অন্যান্য মন্তব্য
উইকেট প্রাপ্তি ১৬২ আব্দুর রাজ্জাক গড়: ২৬.৯০ ১১১ ম্যাচে
ম্যাচে বোলিং ৬/২৬ মাশরাফি বিন মর্তুজা বনাম কেনিয়া ২০০৬
৫ উইকেট অর্জন ৩বার আব্দুর রাজ্জাক

গড় (কমপক্ষে ৫০ ওভার) ২৬.৯০ আব্দুর রাজ্জাক

স্ট্রাইক রেট (কমপক্ষে ৫০ ওভার) ৩০.১০ সাইফুল ইসলাম

দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটধারী

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে ফেব্রুয়ারী ২০১১ইং তারিখ পর্যন্ত প্রথিতযশা স্পিনার আব্দুর রাজ্জাক ১৬২টি উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্থান দখল করে আছেন। পিছনে রয়েছেন - প্রায়শঃই আঘাতপ্রাপ্ত নড়াইল এক্সপ্রেস খ্যাত পেশার মাশরাফি বিন মর্তুজা এবং বর্তমানে বিশ্বসেরা অল-রাউন্ডার শাকিব আল হাসান যথাক্রমে ১৪৫ এবং ১২৯টি উইকেট নিয়ে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ-১০ বোলার
বোলারের নাম ম্যাচ ওভার মেইডেন রান মোট উইকেট গড় ইকোনমী স্টাইক রেট ৪-উইকেট ৫-উইকেট
আব্দুর রাজ্জাক † ১১১ ৯৮০.৫ ৪৮ ৪৩৫৮ ১৬২ ২৬.৯ ৪.৪৪ ৩৬.৩
মাশরাফি বিন মর্তুজা † ১১৬ ৯৬৩.৫ ৮৬ ৪৪০৭ ১৪৫ ৩০.৩৯ ৪.৫৭ ৩৯.৮
সাকিব আল হাসান ১০২ ৮৭৩.২ ৫৩ ৩৭১৬ ১২৯ ২৪.৪ ৪.২৫ ৪০.৬
মোহাম্মদ রফিক ১২৩ ১০৪৯ ৬৩ ৪৬১২ ১১৯ ৩৮.৭৫ ৪.৩৯ ৫২.৮
খালেদ মাসুদ ৭৭ ৫৬৪.১ ৩০ ২৮৬৫ ৬৭ ৪২.৭৬ ৫.০৭ ৫০.৫
সৈয়দ রাসেল † ৫২ ৪৪২.৫ ৪১ ২০৫১ ৬১ ৩৩.৬২ ৪.৬৩ ৪৩.৫
তাপশ বৈশ্য ৫৬ ৪৩৪.৪ ১৮ ২৪৫২ ৫৯ ৪১.৫৫ ৫.৬৪ ৪৪.২
শাহাদাত হোসেন ৪৬ ৩২১.২ ১৮ ১৮২৪ ৪২ ৪৩.৪২ ৫.৬৭ ৪৫.৯
নাজমুল হোসেন ৩৪ ২৪৪.৫ ২০ ১২৬৮ ৩৮ ৩৩.৩৬ ৫.১৭ ৩৮.৬
শফিউল ইসলাম সুহাস † ২৩ ১৬০.৫ ১০১০ ৩২ ৩১.৫৬ ৬.২৭ ৩০.১
মাহমুদুল্লাহ ৬১ ৩০৭ ১৫০৮ ৩১ ৫১.৫৪ ৫.২০ ৫৯.৪

সর্বশেষ আপডেট: ২ ফেব্রুয়ারি, ২০১১ইং

  • দ্রষ্টব্যঃ † = একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অদ্যাবধি খেলছেন।

Daily Horoscope Tuesday, August 9



Aries  March 21-April 19 You are in a planning mood and are very clearheaded and able to view all the alternative paths. Go ahead and make those decisions. You can see the road ahead and will make the right choices. Continual discovery, persistent search and continual change will keep you on the move and growing. You will help your company make beneficial changes that will enable money-saving ideas to go into effect. Work and career should be a primary focus during this time. You will benefit from analytical insights, getting to the heart of things--penetrating. This is a time of new thoughts and sudden insights and to get an unexpected boost in the way you think, speak or write. Communications are accented and you may find all kinds of opportunities opening to you now.



Virgo  August 23-September 22 Your intuition is on target today--you are able to find the real cause of a problem and make some positive changes. Breakthrough flashes of insight with tremendous originality and independence are typical. You are an aggressive prime mover, a starter, able to initiate and get things moving. Your mind cuts right through all the window dressing and gets right down to the basics. Before anyone knows it, you have the heart of the matter out front for everyone to see. You would make a great investigator, either in scientific research or undercover work. Your ability to get to the point is all but phenomenal. You can talk and put into words areas of the emotional that others would not go near. Sports activities with your friends prove enjoyable this evening.



Taurus  April 20-May 20 Taking care of business is a major theme where your emotional orientation is concerned. You are very practical and will find many things get accomplished quickly. You aim to have a place for everything and everything in its place--and anything that gets in the way may get on your nerves. Things may not go as quickly as you would like today and this can be frustrating. Pace yourself so that your emotions do not get the best of you. Health and work goals take on a greater importance for you now. This afternoon may be a perfect time to schedule in some golf, hand ball, tennis or any other type of competitive sport. This form of exercise will release much tension and relieve any anxieties that may have built up during the day.



Gemini  May 21-June 21 New ways to communicate or an easy manner will make conversations and interactions go well. You find yourself more talkative and patient than at other times. A dialogue with an older person may take place. Taking care of business is a major theme where your emotional orientation is concerned. You want to get things accomplished and you are capable of success. It is important to have your space neat and organized and you work on that part of the day. This neat area in which you like to work helps you to enjoy less stress. Stay aware of how you feel in order to halt excessive stress buildup. This is a very successful day. An evaluation of your finances now will give you an idea of where you can expand your scope of professional activities.



Cancer  June 22-July 22 You can really get your thoughts and ideas across to others. Your good communication skills will not fail you. Others may disagree with what you say but this just challenges you to pull out a few statistics or facts that will back up your views. It will not take long to sway others to your point of view. After gaining respect for your knowledge or expertise, you can communicate your ideas and concepts to a listening, interested audience. Exhibiting your knowledge, through perhaps advertisement or in writing a book, you will find a great deal of positive feedback. Making your mark on the world has special significance for you. Achievement, ambition and authority take on greater importance. Administering to people becomes central to your lifestyle.



Leo  July 23-August 22 It may be hard to organize or persevere. Everything may seem to be falling apart. We can all go through confusing days and you may gain a sense of being organized by taking time to sort out the priorities. Do not try to do everything at once and delegate jobs whenever possible. Do not force things--be patient. Your negotiation skills come into play later today when you may want to add to or subtract from some project. You may find yourself serving to guide someone younger than you later today. You prefer the forest to the trees and the common to the uncommon. You are at home in ideas of man's essential unity. You will act as a minister to others, like it or not. A peace of mind is something you really enjoy this evening.



Libra  September 23-October 23 Secrets, conspiracies and the hidden links that unite all things take on greater importance in your life now. Digging into the past for hints about the present and future uncovers a lot of answers to the questions that will not go away. This is a very lucky day for making plans or decisions and finding your way through just about any problem you may discover. You feel successful and able to handle difficult situations today. Good advice from a guide or older person may be available. Relationships; whether partnerships, personal or the social scene in general, are very important during this time and can have a very decided influence on your career and workplace. You may find that a more impersonal attitude is the key. This is a good day.



Scorpio  October 24-November 21 Taking care of business and getting things accomplished is the major concentration for the day. Your mind is full of practical ideas, especially related to your job or skills. You always come up with new ideas and practical thoughts. This is not the best time to spend money but it is the best time to make you known. You are at your best, physically and mentally and anything you set out to do will work in your favor. You are never funnier, wittier or more at your mental best than when in a group or lost in a deep conversation with a partner. Your interests this evening are in communicating with friends. You are craving more excitement in your life and you may get what you seek if you throw a curve into an existing relationship.



Sagittarius  November 22-December 21 You have a great deal of psychological talent. You are able to sense and feel in the more abstract mental areas and to bring far-out ideas down to earth. You are always at the leading edge of social understanding. You have a great sense of compassion and a real understanding of others. Deep and penetrating analysis, particularly with a group or in relation to your situation, may be in order. Others could seek you out for your psychological insight. This could be a time to make changes in your environment. Your intense and probing mind has no trouble getting to the heart of any question this day. Woe to anyone who tries to argue with you or hide things from you. You have a natural mind for research, detective work and any undercover operations.



Capricorn  December 22-January 19 You may be discovering new and different reasons or ways to enjoy and appreciate life today. A kind of mini-revolution may find you altering your value system, allowing you to like new things. There could also be some insight into love and compassion. A natural transformation of your values, the way you appreciate and love yourself and others is taking place. You may cease to waste time and money acquiring that which is worthless and may develop an eye for that which is lasting and worthwhile. This could be a time of challenge from a career standpoint. You may find yourself spending more interest and energy at home and with the family and having less shine on the job. This home life may lay the foundation for greater confidence at work.



Aquarius  January 20-February 18 Very emotional, you have strong likes and dislikes and do not mind expressing your opinion from time to time. You tend to find your own way, which often runs counter to what everyone else is doing. Yet, with all these frustrations, many people will come to you in order to learn and eliminate all that clutters their own life. You seem to be able to eliminate the clutter in your life quite easily today. Your solutions to life's problems may even ignore your own needs or feelings. You are creative when it comes to partnerships or loves and will establish unusual and different relationships. The attention this evening may be toward a loved one and communication abilities. There are opportunities to understand and be understood today.



Pisces  February 19-March 20 There is the possibility of new visions or sudden insights into your self-image or into the way you want to accomplish your dreams. There may be some question into religion--and you take time to reshape and renew your way of life--during which your imagination is at full tilt. When one part of our life opens up, it seems other avenues open up as well. This just could be a time of good fortune when things open up in a very natural way for you. Situations are almost custom-made and it is easy to see the path to take. There are plenty of opportunities and you may find yourself wanting and able to do almost everything. Interesting things are happening in your life and this may encourage you to spend excessively. Spend some time in thought.