Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

Bangladeshi Cricketer Tamim Iqbal 1989

Tamim Iqbal Khan (Bengali: তামিম ইকবাল খান) (born 20 March 1989 in Chittagong is a Bangladeshi cricketer who played in the 2006 U-19 Cricket World Cup in Sri Lanka. He plays his first-class cricket for Chittagong Division cricket team and has also played for Old DOHS as an opener in the Corporate League. Tamim Iqbal is the brother of Test player Nafees Iqbal and the nephew of Akram Khan, another famous cricketer from Bangladesh.

Early career

He was picked for the 2007 World Cup and played against India in the group stage of the competition, scoring 51 runs from 53 deliveries, helping his team win the match.

Although he was part of the player auction held in February for the 2009 Indian Premier League, Tamim was not bought by any team.

On Bangladesh's tour of the West Indies in July and August 2009, Iqbal scored his maiden Test century. Against a West Indies team weakened by disputes between players and administrators which resulted in seven players making their Test debut in the match, Iqbal's effort with the bat helped Bangladesh to a historic victory – their first against the West Indies in Tests, their first overseas Test victory, and only their second Test win. He ended up with 128, and was named as the Man of the Match for his performance (he also scored 33 in the first innnings). Speaking of his innings, Iqbal said "It was a flat wicket, and if you concentrate hard and look to bat straight, it's a good track to score on. I'm just 20 and have played only 11 Tests, I think there are a lot more [innings like these] to come". Bangladesh went on to win the second Test, and in the process secured their first overseas series win. Iqbal was Bangladesh's leading run-scorer in the series with 197 runs.

Before the Tri-Series in Bangladesh in 2009–10 with Sri Lanka and India, Bangladesh's coach, Jamie Siddons, opined in January 2010 that Iqbal had "the makings of a world-class opener".

Wisden Cricketer of the Year

On 25 January Tamim Iqbal scored 151 in a record partnership with Junaid Siddique against India. On 13 March 2010, in the course of an innings of 86 in his first Test against England, he became the third-youngest player in Test history (behind Sachin Tendulkar and compatriot Mohammad Ashraful) to reach 1,000 Test runs. He would then go on to score two consecutive centuries in the second innings of the first Test and the first innings of the second Test in the two-match series in England scoring 103 and 108 respectively. For his performance during Bangladesh's tour of England in May–July 2010, Tamim was named one of the Wisden Cricketers' Almanack's four Cricketers of the Year in 2011.

In October 2010, Tamim Iqbal was named Test player of the year by the Wisden Cricketer Magazine. Tamim beat contenders Graeme Swann and Virender Sehwag, who came second and third respectively.

Bangladesh vice-captain

In December 2010, Tamim Iqbal replaced Mushfiqur Rahim as Bangladesh's vice-captain. In the opening match of the 2011 World Cup he scored 70 against India in a losing cause. In the following match against Ireland he scored 44 off 43 balls, and took a catch. In the next game against the West Indies, Tamim was caught at the slips for 0 (3) as Bangladesh folded for its lowest ODI score, 58 all out. The following game against England he scored a quick fire 38 to get his side off to another good start, Bangladesh eventually winning by 2 wickets.

Tamim became just the second Bangladeshi to play county cricket in England (Shakib Al Hasan was the first) when he signed to play for Nottinghamshire in June 2011. He was recruited as a short-term replacement for Australian batsmen David Hussey who was called up to the national squad. During his stay, Tamim played five matches, scoring 104 runs with a highest score of 47. Tamim, whose batting was described in the Nottingham Post as "solid if unspectacular", remarked of his performance that "It could have been better, but it wasn't too bad". Even though he was playing in a foreign country, there was pressure from the media in Bangladesh for Tamim to perform – especially when Nottinghamshire faced Worcestershire who were fielding Shakib Al Hasan – with his exploits sometimes making the front pages.

Full name Tamim Iqbal Khan
Born 20 March 1989 (1989-03-20) (age 22)
Chittagong, Bangladesh
Batting style Left-handed bat
Role Opening batsman and Bangladesh vice-captain
Relations Akram Khan (Paternal uncle),
Nafees Iqbal (Brother)
International information
National side Bangladesh
Test debut (cap 50) 4 January 2008 v New Zealand
Last Test 8 August 2011 v Zimbabwe
ODI debut (cap 83) 9 February 2007 v Zimbabwe
Last ODI 13 April 2011 v Australia
Domestic team information
Years Team
2004-present Chittagong Division
2011 Nottinghamshire
Career statistics
Competition Test ODI FC LA
Matches 20 98 41 112
Runs scored 1,503 2,896 2,986 3,289
Batting average 39.55 29.55 40.35 29.36
100s/50s 4/8 3/18 6/20 4/19
Top score 151 154 151 154
Balls bowled 24 6 132 6
Wickets 0 0 0 0
Bowling average
5 wickets in innings 0 0 0 0
10 wickets in match 0 0
Best bowling 0/6
Catches/stumpings 8/– 27/– 20/– 34/–

বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল ১৯৮৯

তামিম ইকবাল খান একজন বাংলাদেশী ক্রিকেটার, যার জন্ম চট্টগ্রামে ২০ মার্চ ১৯৮৯। যিনি শ্রীলংকায় অনুষ্ঠিত অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ গ্রহণ করেন। তামিম ইকবাল প্রিমিয়ার লীগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেন। তামিম ইকবাল টেস্ট ক্রিকেটার নাফিস ইকবালের ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা আকরাম খানের ভাতিজা। তিনি বিশ্বকাপ ক্রিকেট ২০০৭ সালে অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলাই ৫৩ বলে ৫১ রান করেন যা ভারতকে পরাজিত করতে বিশেষ অবদান রাখে।

২০০৯ মৌসুমের জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদের কারণে ক্যারিবীয় দলটি অবশ্য খানিকটা দুর্বল ছিল। ৭ জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় এ ম্যাচে। তামিমের ব্যাটিং বাংলাদেশকে এক ঐতিহাসিক বিজয় এনে দেয়। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরের মাটিতেও প্রথম টেস্ট জয়।

তামিম ১২৮ রানে তার ইনিংস শেষ করেন এবং এহেন পারফরম্যান্সের কারণে ম্যান অফ দা মাচের পুরস্কার জিতে নেন (প্রথম ইনিংসেও তিনি ৩৩ রান করেছিলেন)। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেন, "উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। আপনি যদি খেলায় ঠিকমত মনোনিবেশ করতে পারেন এবং সোজা ব্যাটে খেলেন, নিশ্চয়ই আপনি বড় স্কোর করতে পারবেন। আমার বয়স এখন বিশ এবং টেস্ট খেলেছি মাত্র ১১টি। আশা করছি, এরকম আরো অনেক ইনিংস আমি দলকে উপহার দিতে পারবো।

প্রথম একদিনের আর্ন্তজাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে। ভারত, শ্রীলংকা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত তিনদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জিমি সিডন্স তার সম্পর্কে বলেছেন, "তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাট্ ম্যান হবার যোগ্যতা আছে"।

২৫শে জানুয়ারী তামিম, জুনায়েদ সিদ্দিকীকে সংগী করে ভারতের বিপক্ষে ১৫১ রানের রেকর্ড পার্টনারশিপ করেন। ১৩ই মার্চ, ২০১০ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলে তামিম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। শুধুমাত্র শচীন টেন্ডুলকার ও মোহাম্মদ আশরাফুল তার চেয়েও কম বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন। এই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে ও পরের টেস্টের প্রথম ইনিংসে তামিম পরপর দুটো সেঞ্চুরি করেন (১০৩ ও ১০৮ যথাক্রমে)।

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

অক্টোবর, ২০১০ এ তামিম উইজডেন ক্রিকেট ম্যাগাজিন কর্ত্ক বছরের 'সেরা টেস্ট ক্রিকেটার' নির্বাচিত হন। গ্রায়েম সোয়ানবীরেন্দ্র শেভাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন।

পুর্ণ নাম তামিম ইকবাল
জন্ম ২০ মার্চ ১৯৮৯ (1989-03-20) (বয়স ২২)
চট্টগ্রাম, বাংলাদেশ
ডাক নাম তামিম
ব্যাটিং স্টাইল বামহাতি
ভূমিকা ব্যাটসম্যান
আর্ন্তজাতিক দলগত তথ্য
জাতীয় দল বাংলাদেশ
টেস্ট অভিষেক ৪ জানুয়ারী ২০০৮ v নিউজিল্যান্ড
সর্বশেষ টেস্ট ১৭ জুলাই ২০০৯ v [[ভারত cricket team|ভারত]]
ওডিআই অভিষেক (cap ৮৩) ৯ ফেব্রুয়ারী ২০০৭ v জিম্বাবুয়ে
সর্বশেষ ওডিআই ২০০৯ v জিম্বাবুয়ে
ওডিআই জার্সি নম্বর ২৯
ঘরোয়া দলগত তথ্য
বছর দল
২০০৪-বর্তমান চট্টগ্রাম বিভাগ

মোহামেডান
খেলাধুলা পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ ১৭ ৭৬ ৩৭ ৮৮
সর্বমোট রান ১১৭৭ ২২২৮ ২৬০৫ ২৫৭৬
ব্যাটিং গড় ৩৬.৭৮ ২৯.৩১ ৩৯.৪৬ ২৯.২৭
১০০/৫০ ২/৭ ৩/১৩ ৪/১৯ ৪/১৪
সর্বো্চ্চ স্কোর ১৫১* ১৫৪ ১৫১ ১৫৪
বল করেছেন ২০৭৪
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৮; ২২ ১৬/– ৪২/–