Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

Bangali Actress Sreelekha Mitra 1975

Sreelekha Mitra (Bengali: শ্রীলেখা মিত্র) (born 30 August 1975) is a Bengali Indian actress of TV and films. She is a well known face on the Bengali small screen industry in West Bengal.She got Anandalok Awards (2006) and BFJA Awards (2007) for Kantatar Apart from acting, she is also a judge in a popular Bengali standup comedy serial, Mirakkel. Sreelekha appeared in a Coca-Cola ad opposite Aamir Khan.

Filmography

  • Tumi Robe Nirobe2011
  • Paribartan 2011
  • Ogo Bodhu Sundari 2010
  • Mahanagar@Kolkata 2010
  • Soldier 2010
  • Houseful 2009
  • Smritimedur 2009
  • Antarotamo 2008
  • Hello Kolkata 2008
  • Tolly Lights 2008
  • Tumi Robe Nirobe 2008
  • Kantatar 2006
  • Ek Mutho Chhabi 2005
  • Debdoot 2004
  • Tin Ekke Tin 2004
  • Mando Meyer Upakshan 2003
  • Annadata 2002
  • Tak Misti Jiban 2002
  • Jabab Chai 2001
  • Aamader Sansar 2000
  • Apan Holo Par 2000
  • Gariber Sansar 2000
  • Satbhai 2000
  • Khelaghar 1999
  • Krishna Kaberi 1999
  • Madhu Malati 1999
  • Sankha Sindurer Dibbi 1999
  • Baba Keno Chakor 1998
  • Aamar Maa 1998
  • Hathat Brishti 1998
  • Mayer Dibyi 1998
  • Nag Nagini 1998
  • Nayaner Alo 1998
  • Sagar Banya 1998
  • Joyee 1997
  • Samadhan 1997
  • Saptami 1997
  • Sriman Bhutnath 1997
  • Sei Raat 1996

Daily Horoscope Monday August 15



Aries  March 21-April 19 A call from a friend early this Monday morning may have you busy trying to get out of your workday. When you do get to work you put a lot of energy into your work so that you can take off early to be with this friend or loved one. This may mean a new birth or some other event that is worthy of a little time out from the usual daily life. Until this evening, relaxing may have been impossible. It takes perseverance, focus and organization to get through this busy day. Curb your tendency to push ahead of others and bide your time this afternoon. This evening you may find your taste in art exhilarating. You may want to try your hand at some craft. Perhaps this is a good time to invite your loved one on a shopping expedition--maybe for new baby clothes.



Virgo  August 23-September 22 This is a rewarding day. Everything you do turns out positive and constructive. You work well with those in authority who are independent and original and today you will find the opportunity to work with senior business people. The goal to achieve a high turnover in merchandise finds you expressing some good ideas. You like radical approaches and find yourself in support of whatever new wave product or breakthrough advance is next in line. You are in the mood to express yourself, entertain and perform for others this evening. This can be a wonderful evening to visit with friends and will enjoy drop-in guests. You enjoy being surrounded by an audience and may decide to do go into a bit of on-the-side performing. You can be magnetic and dynamic.



Taurus  April 20-May 20 Today will be a bit different from the rest of this week. You may find someone hard to understand--this could be a customer. Your wisdom and not your emotions will prove the winner here. Although this may not be the best time to push your ideas or demand things from others, your management and directional abilities are in high focus. Remove the emotions and you will find answers you never realize existed. Good contracts and agreements are all possible today. These can be productive days, but do not take anyone for granted. Continual discovery, persistent search and transformation keep you on the move and growing. Just think, without the changes, you might only stagnate. You are able to rise above any difficulties today.



Gemini  May 21-June 21 You have enthusiasm today. There is a good amount of support from those around you for whatever needs accomplishing. You feel healthy and natural. Challenges will encourage you to use that fine intuition of yours. Remember to focus and give yourself time before responding. This afternoon you will find you can look back on this day and be pleased with your decisions. You may even want to brag a little. Your mind could be quite clear and natural. Ideas are flowing and come with ease--project planning is successful. This afternoon you feel like talking to friends and you could talk, talk, talk. You appreciate, care and are concerned about life, equality, gentleness and acceptance. Young people enjoy your company this evening.



Cancer  June 22-July 22 This is a time when you can put your practical insights into words and convey them to others. Communication with authority figures is enhanced now. Continued concentration on your own work is ongoing--there is a feeling of being more at ease with your talents. You could find that you are appreciated for your ability to act and get things done. This is a time when you can expect a little boost, some sort of extra support or recognition from those around you. Ambitious schemes and the pursuit of success and status take on a high priority now. This brings a focus on the practical, the successful and the pragmatic--whatever it takes to get you ahead in the long run. Grab some time to exercise and enjoy the company of your loved one(s) this evening.



Leo  July 23-August 22 You possess a powerful, persistent drive and are a hard, steady worker. Others may find you deep, with a sense of mission and mystery. You are willing to do work others would not go near--quietly bending things to your idea of how things should work. Your life path involves cutting through appearances and superficialities and laying bare the reality of a situation. This could mean that the business world is an open book for you--easy to read. This could be a period of great material gain; it is certainly a time when material things have a great deal of importance for you. This evening would be a good time to read a romantic book or take in a movie and to just spend quiet time with your loved one. A young person may want to share his or her future ideas.



Libra  September 23-October 23 Your energies are more in balance today than in the recent past--you could be most persuasive with others. Your own personal expression is positive and leans toward positive results. You have made some decisions and others accept your opinions. Others will sometimes, however, test your optimism. You are disciplined, hard working and are good at getting others to work with and for you. Everything seems to conspire to put you in the center of attention. You manage to get your ideas across to others very well. This afternoon you may find yourself with your friends--working together on some mechanical problem or learning about the mechanics of some equipment. This evening there are opportunities to have good conversation with those you love.



Scorpio  October 24-November 21 You may not place much value on ideas today. Something that someone says or communicates to you may need a correction and you would do well to express the need for a little time to give yourself some thought to his or her words. In this way you can prepare a better argument that would be well understood. You are optimistic and have a most positive outlook on many things. In today's situation, you just have to be matter-of-fact in your communication. You are full of compassion and love to help in family matters of all sorts. This afternoon you may find that you really enjoy a new little person that is in your surroundings. This may mean a neighbor's new baby or a new grandchild or even a newcomer in your own home.



Sagittarius  November 22-December 21 Figuring things out, spotting the fly in the ointment, separating the sheep from the goats: these things take on special significance now. Your sense of humor will see you through many tense moments today. This is a great time to reflect and assess just where you are and how you are progressing toward your goals. This could be the best time to make any changes that are necessary in order to speed your progress. You have a heightened interest in health and diet--as well as an urge to get things organized into a rational system. There is much mental busywork today. The good life and all that is fine and luxurious may be what you value and you enjoy; making your own way and finding solutions to whatever problems you encounter.




Capricorn  December 22-January 19 Your positivism lets you get right to the point and you have little patience with those who waste time. You have plenty of enthusiasm and warm up to things and people quickly. You have an inner self-confidence that burns with its own light. From this time forward, expect a more confident, outgoing attitude, for you have brought to close a time of inward examination and learning. A growing sense of direction and self-worth will find you reaching out and establishing yourself. This is a good time to consolidate and organize your affairs or rearrange your living situation. You could be seen by others as just the person to be put in charge of some project requiring a stable mind-set. Keep your eye out for good investment possibilities.



Aquarius  January 20-February 18 This Monday will prove to be a successful time to be with others and to work together. You may be sought after as just the person for a particular job. Your management and directional abilities are in high focus. You can really get your thoughts and ideas across--good communication. Obtaining and exchanging information can be an important part of this day. Applied force, practical competence, tremendous discipline and a love of routine work will all come into play. You will be able to simplify a subject to its essential elements. You show off your inner drive to be thorough and responsible in minute detail--self-disciplined. You enjoy working hard and being organized and you exercise skill and discipline in most anything that affects your life.



Pisces  February 19-March 20 Your common sense is required today when someone wants to involve you in a fantastic deal! You are at your most practical when it comes to dealing and working with others. Thinking things through, accounting for all the details, making careful measurements: these and similar experiences keep your mind active and involved. You may enjoy a job that involves buying merchandise for a company, such as clothing, antiques, etc. This evening is a good time to think about how your goals are shaping up these days. Maturing may mean the difference between what you want and what you really want. Write out your goals: what you want for your future. A flirtation could lift your spirits this evening. A friendship may turn the corner into sweet love.

Novelist Writer Syed Waliullah সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 - 1971

সৈয়দ ওয়ালিউল্লাহ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাঙালা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইয়োরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন সাহিত্য বলয়ের শিলান্যাস করেন। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরী এই কথাসাহিত্যিক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো ও ভাষা-ভঙ্গীতে নুতন এক ঘরানার জন্ম দিয়েছেন ।

পেশা ঔপন্যাসিক, গল্পকার, কবি ও সাহিত্য সমালোচক
জাতীয়তা Flag of Bangladesh.svg বাঙালি
কার্যকাল কল্লোল যুগ

তাঁর জন্ম চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায়, ১৯২২ খ্রীস্টাব্দের ১৫ আগস্ট। তাঁর পিতা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা ; মা নাসিম আরা খাতুনও সমতূল্য উচ্চশিক্ষিত ও রুচিশীল পরিবার থেকে এসেছিলেন, সম্ভবত অধিক বনেদি বংশের নারী ছিলেন তিনি। ওয়ালিউল্লাহর আট বছর বয়সের সময় তার মাতৃবিয়োগ ঘটে। দুই বছর পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন টাঙ্গাইলের করটিয়ায়। বিমাতা এবং বৈমাত্রেয় দুই ভাই ও তিন বোনের সঙ্গে ওয়ালিউল্লাহর সম্পর্ক কখনোই অবনতি হয়নি। তার তেইশ বছর বয়সকালে কোলকাতায় চিকিৱসা করতে গিয়ে মারা যান। তার পিতৃমাতৃবংশ অনেক শিক্ষিত ছিলেন। বাবা এম এ পাশ করে সরাসরি ডেপুটি মেজিস্ট্রেট চাকুরিতে ঢুকে যান; মাতামহ ছিলেন কোলকাতার সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করা আইনের স্নাতক; বড়ো মামা এমএবিএল পাশ করে কর্মজীবনে কৃতী হয়ে খানবাহাদুর উপাধি পেয়েছিলেন এবঙ স্ত্রী ওয়ালিউল্লাহর বড়ো মামী ছিলেন নওয়াব আব্দুল লতিফ পরিবারের মেয়ে, উর্দু ভাষার লেখিকা ও রবীন্দ্রনাথের গল্প নাটকের উর্দু অনুবাদক।

শিক্ষা

পারিবারিক পরিমন্ডলের সাংস্কৃতিক আবহাওয়া সৈয়দ ওয়ালিউল্লাহর মনন ও রুচিতে প্রভাব ফেলেছিলো। পিতার বদলীর চাকরীর সুবাদে ওয়ালিউল্লাহ পূর্ব বাংলার বিভিন্ন অংশ দেখার সুযোগ লাভ করেন।ওয়ালিউল্লাহর শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন বিদ্যালয়ে। ১৯৩৯ সালে তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক, এবং ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রী ছিলো ডিস্টিঙ্কশনসহ বিএ এবঙ অর্থনীতি নিয়ে এমএ ক্লাশে ভর্তি হয়েও শেষে পরিত্যাগ করেন। ছাড্রজীবনে তিনি একাধিক মাসিকপত্রে লেখালেখির সাথে জড়িত ছিলেন। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের সাথে জড়িত থাকার সূত্রে কর্মজীবনের বড় একটা সময় তিনি বিদেশে কাটান। ১৯৫৫ সালে তিনি ফরাসী আন মারী-র সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন।

কর্মজীবন

পঠদ্দশাতেই সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবনে প্রবেশ করেন। বাধ্য হয়ে নয়, স্ব-ইচ্ছায়। তার জ্যেষ্ঠভ্রাতা সৈয়দ নসরুল্লাহ এমএ ও বিএ পাশ করেছিলেন। তার পক্ষেও খুব স্বাভাবিক ছিলো এমএ পড়াটা। কিন্তু হয়নি। ১৯৪৮ সালে তিনি ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় চাকুরি নেন। এ বছর তার পিতাও প্রয়াত হন (২৬ জুন)। তার তিনমাস আগে, মার্চ মাসে, তার প্রথম গ্রন্থ নয়নচারা গল্পগ্রন্থ বের হয়। নিয়মিত লেখালেখি শুরু করেছিলেন ১৯৪১-৪২ সাল নাগাদ। এমন মনে করার সঙ্গত কারণ আছে যে,তিনি ভবিষ্যতে লেখকবৃত্তি বেছে নিতে চেয়েছিলেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের পরই তিনি দ্য স্টেটসম্যান এর চাকুরি ছেড়ে দিয়ে ঢাকা চলে আসেন এবং সেপ্টেম্বরে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রের সহকারী বার্তা-সম্পাদকের চাকুরি নেন। কাজের ভার কম ছিলো, লালসালু উপন্যাস লেখায় হাত দিলেন নিমতলীর বাসায়। পরের বছরই এ উপন্যাস গ্রন্থাকারে প্রকাশ করে কমরেড পাবলিসার্স। ঢাকা থেকেই বের হলো। করাচি কেন্দ্রের বার্তা সম্পাদক হয়ে ঢাকা ছাড়েন ১৯৪৮ সালে। সেখান থেকে নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসে তৃতীয় সেক্রেটারির পদমর্যাদায় প্রেস-আতাশে হয়ে যান ১৯৫১ তে। অতঃপর একই পদে অস্ট্রেলিয়ার সিডনিতে বদলি ১৯৫২ এর শেষের দিকে। ১৯৫৪ সালে ঢাকায় ফিরে এলেন তথ্য অফিসার হিসেবে ঢাকাস্থ আঞ্চলিক তথ্য-অফিসে। ১৯৫৫ সালে পুনরায় বদলি করাচির তথ্য মন্ত্রনালয়ে। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার তথ্য পরিচালকের পদাভিষিক্ত হয়ে, ১৯৫৬ সালের জানুয়ারিতে, দেড় বছর পর পদটি বিলুপ্ত হয়ে গেলে জাকার্তার পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সেক্রেটারির পদমর্যাদায় প্রেস-আতাশে হয়ে রয়ে গেলেন ১৯৫৮ এর ডিসেম্বর অবধি। এরপর ক্রমান্বয়ে করাচি-লন্ডন-বন, বিভিন্ন পদে ও বিভিন্ন মেয়াদে। ১৯৬১ সালের এপ্রিলে ফার্স্ট সেক্রেটারির পদমর্যাদায় প্রেস-আতাসে হিসেবে যোগ দিলেন পারীর দুতাবাসে। একনাগারে ছ'বছর ছিলেন তিনি এ শহরে। এরই মধ্যে প্রকাশিত হয়েছিলো লালসালুর ফরাসি অনুবাদ লারব্র্ সা রাসিন (L'arbre sans racines, অর্থাৎ শিকড়হীন গাছ)। দূতাবাসের চাকুরি ছেড়ে চুক্তিভিত্তিক প্রোগ্রাম স্পেশালিস্ট পদে যোগ দেন ইউনেস্কোতে, ১৯৬৭ সালের ৮ আগস্ট, চাকুরিস্থল ছিলো প্যারিস শহরেই, ইউনেস্কো সদরদপ্তরে। ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর ইউনেস্কোতে তার চাকুরির মেয়াদ শেষ হয়েছিলো। অবসরগ্রহণের নিয়ম হিসাবে পাকিস্তান সরকার ইসলামাবাদে বদলি করে কিন্তু তিনি প্যারিসেই থেকে গিয়েছিলেন।

বিবাহ ও সন্তানাদি

তার স্ত্রী ফরাসিনী। নাম: আন্-মারি লুই রোজিতা মার্সেল তিবো। তাদের আলাপ হয়েছিলো সিডনিতে। ওয়ালিউল্লাহ যেমন পাকিস্তানি দূতাবাসে, আন্-মারি তেমনি ছিলেন ফরাসি দূতাবাসে। দেড়-দু বছরের সখ্য ও ঘনিষ্টতা রূপান্তরিত হয় পরিণয় বন্ধনে। ওয়ালিউল্লাহ তখন করাচিতে। সেখানেই ১৯৫৫ সালের ৩ অক্টোবর তাদের বিয়ে হয়। ধর্মান্তরিতা বিদেশিনীর নাম হয় আজিজা মোসাম্মত নাসরিন। নবলব্ধ নামকে বিয়ের কাবিননামাতেই বিসর্জন দিয়েছিলেন দু-জনে। তাদের দু সন্তান। প্রথমে কন্যা সিমিন ওয়ালিউল্লাহ, তার পরে পুত্র ইরাজ ওয়ালিউল্লাহ।

জীবনাবসান

অত্যন্ত অকালে প্রয়াত হন সৈয়দ ওয়ালিউল্লাহ। মাত্র ৪৯ বছর বয়সে, ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়, গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। পারী'র উপকণ্ঠে তারা একটি ফ্ল্যাট কিনেছিলেন, সেখানেই ঘটনাটি ঘটে এবং ওখানেই সমাহিত করা হয় তাকে।

মুক্তিযুদ্ধে অবদান

সৈয়দ ওয়ালিউল্লাহ রাজনীতিসম্পৃক্ত মানুষ ছিলেন না, কিন্তু সমাজ ও রাজনীতিসচেতন ছিলেন। বাঙলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরিহীন, বেকার। তা সত্ত্বেও বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন, সঙ্গতিতে যতোটুকু কুলোয় তদনুযায়ী টাকা পাঠিয়েছেন কোলকাতায় মুক্তিযুদ্ধ তহবিলে। তার সন্তানদের ধারণা, তাদের পিতার অকাল মৃত্যুর একটি কারণ দেশ নিয়ে দুশ্চিন্তা, আশঙ্কা ও হতাশা। তিনি যে স্বাধীন মাতৃভূমি দেখে যেতে পারেননি সে বেদনা তার ঘনিষ্ট মহলের সকলেই বোধ করেছেন। তার ছাত্রজীবনের বন্ধু পরবর্তীতে স্বাধীন ও সার্বভৌম বাঙলাদেশের রাষ্ট্রপতি, আবু সাঈদ চৌধুরী ওয়ালিউল্লাহর মৃত্যুর সাত মাস পরে তার স্ত্রীকে এক আধা সরকারি সান্তনাবার্তা পাঠিয়েছেন। তাতে লেখা ছিলো, "আমাদের দুর্ভাগ্য যে, মি. ওয়ালিউল্লাহর মাপের প্রতিভার সেবা গ্রহণ থেকে এক মুক্ত বাঙলাদেশে বঞ্চিত হলো; আমাকে এটুকু বলার সুযোগ দিন যে আপনার ব্যক্তিগত ক্ষতি বাঙলাদেশ ও বাঙলা ভাষা ও সাহিত্যের ক্ষতি"।


গ্রন্থতালিকা

উপন্যাস

  • লালসালু ,শ্রাবণ ১৩৫৫/ জুলাই, ১৯৪৯; ঢাকা
  • চাঁদের অমাবস্যা, ১৯৬৪; ঢাকা
  • কাঁদো নদী কাঁদো, মে, ১৯৬৮; ঢাকা

ছোটগল্প

  • নয়নচারা, চৈত্র্, ১৩৫১/ মার্চ, ১৯৪৫; কোলকাতা
  • দুই তীর ও অন্যান্য গল্প, আগস্ট, ১৯৬৫; ঢাকা

নাটক

  • বহিপীর, ১৯৬০ ; ঢাকা
  • তরঙ্গভঙ্গ, আষাঢ়, ১৩৭১/ জুন,১৯৬৫; ঢাকা
  • সুড়ঙ্গ, এপ্রিল, ১৯৬৪; ঢাকা

রচনাবলি

  • গল্প-সমগ্র। মার্চ, ১৯৭২; কোলকাতা
  • সৈয়দ ওয়ালিউল্লাহ-রচনাবলি: ১ (সম্পা. সৈয়দ আকরাম হোসেন)। ১৯৮৬; ঢাকা
  • সৈয়দ ওয়ালিউল্লাহ-রচনাবলি: ২ (সম্পা. সৈয়দ আকরাম হোসেন)। ১৯৮৭; ঢাকা

পুরষ্কার

  • একুশে পদক (মরণোত্তর), ১৯৮৪
  • আদমজী পুরস্কার, ১৯৬৫ সালে, 'দুই তীর ও অন্যান্য গল্প'-এর জন্য
  • বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬১ সালে উপন্যাসে বিশেষ অবদানের জন্য
  • পি.ই.এন পুরস্কার পান 'বহিপীর' নাটকের জন্য, ১৯৫৫ সালে। ঢাকায় পি.ই.এন ক্লাবের উদ্যোগে এক আন্তর্জাতিক লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে বাঙলা নাটকের প্রতিযোগিতায় 'বহিপীর' দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়।