কবিতা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী যিনি নায়িকা ববিতার সমসাময়িক ছিলেন।
চলচ্চিত্রে আগমন
১৯৬৭ সালে পাপিয়া নামে শিশু শিল্পী হিসেবে প্রথম তিনি অভিনয় করেন ‘কাঞ্চন মালা’ ছবিতে।পর্ব ১৯৬৯ সালে মলুয়া নামের সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেন এবং নাম ধারণ করেন কবিতা।ষাটের দশকে তিনি সহ নায়িকা হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।পরে তিনি সত্তরের দশকে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন তাঁর অভিনয় ক্ষমতার জন্য।কবিতা যখন নায়িকা হিসেবে খ্যাতির মধ্য গগনে তখন একজন ব্যবসায়ীকে বিয়ে করে চলচ্চিত্র জগত থেকে বিদায় নেন । ১৯৮২ সালে পারিবারিক বিপর্যয়ের মুখে তিনি ব্যবসায়ী স্বামীর সাথে সম্পর্কের পাট চুকিয়ে দেন। তিনি তখন আবার চলচ্চিত্রের জগতে আসার চেষ্টা চালালেও সফল হননি।কবিতা দেখতে সুদর্শনা, নৃত্যে কুশলী এবং অভিনয়ে স্বছন্দ ছিলেন।‘ধন্যি মেয়ে’ নামের চলচ্চিত্রে যমজ মেয়ের অভিনয় করে তিনি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
* ধন্যি মেয়ে
* কাঞ্চনমালা
* মলুয়া (১৯৬৮)
* জংলী মেয়ে
* সাইফুল মুলুক বদিউজ্জামান
* ছোটো সাহাব
* স্বপ্ন দিয়ে ঘেরা
* বাহরাম বাদশাহ
* বাঘা বাঙ্গালী
* কে আসল কে নকল
* নকল মানুষ
* পিঞ্জর
* জেহাদ
* লড়াকু
Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary |
Poets Biography |
Bangla Film Actress Rojina রোজিনা
রোজিনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন।তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সিনেমার জগতে আসেন। রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের মাধ্যমে বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমাতে সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান।পরে তিনি এফ, কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান।রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী।সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।তবে তিনি বাংলাদেশের সিনেমা জগত থেকে নির্বাসনে আছেন এবং কলকাতায় চলে গেছেন।সেখানে বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরষ্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য।শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। বর্তমানে তিনি দেশের বাইরেই বাস করেন।
উল্লেখযোগ্য ছবি
* জানোয়ার
* রাজমহল
* মাটির মানুষ
* অভিযান
* শীর্ষনাগ
* চম্পা চামেলী
* মোকাবেলা
* সংঘর্ষ
* আনারকলি
* রাজনন্দিনী
* রাজকন্যা
* শাহী দরবার
* আলীবাবা সিন্দবাদ
* সুলতানা ডাকু
* যুবরাজ
* রাজসিংসন
* শাহীচোর
* দ্বীপকন্যা
* জিপ্সী সরদার
* কসাই
* জীবনধারা
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরষ্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য।শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। বর্তমানে তিনি দেশের বাইরেই বাস করেন।
উল্লেখযোগ্য ছবি
* জানোয়ার
* রাজমহল
* মাটির মানুষ
* অভিযান
* শীর্ষনাগ
* চম্পা চামেলী
* মোকাবেলা
* সংঘর্ষ
* আনারকলি
* রাজনন্দিনী
* রাজকন্যা
* শাহী দরবার
* আলীবাবা সিন্দবাদ
* সুলতানা ডাকু
* যুবরাজ
* রাজসিংসন
* শাহীচোর
* দ্বীপকন্যা
* জিপ্সী সরদার
* কসাই
* জীবনধারা
Subscribe to:
Posts (Atom)