Home | Menu | Poem | Jokes | Games | Science | Omss বাংলা | Celibrity Video | Dictionary

Poets Biography

বাংলাদেশ ক্রিকেট দলের এ পর্যন্ত

বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা "দ্য টাইগার" নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।
বাংলাদেশ আইসিসি'র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত। তারা দশম টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্ণামেন্টে চার ম্যাচের দু'টিতে তারা হেরে যায় এবং দু'টিতে জয়লাভ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।
১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছিল। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট ৬৩টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ৩টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু'টো জেতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট রেটিংয়ে নবম স্থানে থেকে যথাক্রমে নিউজিল্যাণ্ড এবং ওয়েস্ট ইন্ডিজের নীচে অবস্থান করছে।

বাংলাদেশ ক্রিকেট দল

* ওডিআই স্ট্যাটাস প্রাপ্তি: ১৯৯৭ সালে

* টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি: ২০০০ সালে

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি ২০০০
প্রথম টেস্ট ম্যাচ ভারত এর সাথে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকাতে, ১০-১৩ নভেম্বর ২০০০
অধিনায়ক সাকিব আল হাসান
কোচ জিমি সিডন্স
অফিসিয়াল আইসিসি টেস্ট এবং ওডিআই রেঙ্কিং ৯ম (টেস্ট), ৭ম (ওডিআই)
এই বছরের
- টেস্ট ম্যাচ
৬৮
সর্বশেষ টেস্ট ম্যাচ ইংল্যান্ড এর সাথে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার এ, ৪-৬ জুন ২০১০
এই বছরে
- হার/জিত
৩/৫৯
০/০
১৯ ফেব্রুয়ারী ২০১০ পর্যন্ত

বর্তমান দলের সদস্যবৃন্দ

ঢাকা'র শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা জিম্বাবুয়ে দলের উদ্বোধনী জুটি ভেঙ্গে আনন্দ প্রকাশ করছে।
নাম জন্ম ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন আভ্যন্তরীণ দল ক্রিকেটের ধরণ ওডিআই জার্সি নং
টেস্ট, ওডিআই, টি-২০: অধিনায়ক
সাকিব আল হাসান ১৯৮৬ বাঁ হাতি বাঁ হাতি স্পিন ওরচেস্টারশায়ার টেস্ট, ওডিআই, টি-২০ ৭৫
টেস্ট, ওডিআই, টি-২০: সহঃ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটস্‌ম্যান
তামিম ইকবাল ১৯৮৯ বাঁ হাতি বাঁ হাতি স্পিন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ২৯
ওপেনিং ব্যাটস্‌ম্যান
শাহরিয়ার নাফিস ১৯৮৬ বাঁ হাতি বাঁ হাতি স্পিন ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৪২
ইমরুল কায়েস ১৯৮৭ বাঁ হাতি ডানহাতি অফ-ব্রেক খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৬২
জুনায়েদ সিদ্দিকী ১৯৮৭ বাঁ হাতি ডানহাতি অফ-ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৩১
মিডিল অর্ডার ব্যাটস্‌ম্যান
রাকিবুল হাসান ১৯৮৭ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক বরিশাল বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৭১
মোহাম্মদ আশরাফুল ১৯৮৪ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
সাব্বির রহমান ১৯৯১ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টি-২০ ৭৬
অল-রাউন্ডার
মোহাম্মদ মাহমুদউল্লাহ ১৯৮৬ ডান হাতি ডানহাতি অফ-ব্রেক ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৩০
নাঈম ইসলাম ১৯৮৬ ডান হাতি ডানহাতি অফ-ব্রেক রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৭৭
অলক কাপালী ১৯৮৪ ডান হাতি ডানহাতি লেগ ব্রেক সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৩৫
উইকেট-কিপার
মুশফিকুর রহিম ১৯৮৮ ডান হাতি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
জহুরুল ইসলাম ১৯৮৬ ডান হাতি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ১৫
পেস বোলার
মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০
শাহাদাত হোসেন ১৯৮৬ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম ঢাকা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৫৯
শফিউল ইসলাম ১৯৮৬ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ১৩
রুবেল হোসেন ১৯৯০ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৩৪
সৈয়দ রাসেল ১৯৮৪ বাঁ হাতি বাঁ হাতি-ফাস্ট মিডিয়াম খুলনা বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৪৭
নাজমুল হোসেন ১৯৮৭ ডান হাতি ডান হাতি-ফাস্ট মিডিয়াম সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই ৯০
স্পিন বোলার
আব্দুর রাজ্জাক ১৯৮২ বাঁ হাতি বাঁ হাতি স্পিন খুলনা বিভাগীয় ক্রিকেট দল টেস্ট, ওডিআই, টি-২০ ৪১
সোহরাওয়ার্দী শুভ ১৯৮৮ বাঁ হাতি বাঁ হাতি স্পিন রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল ওডিআই, টি-২০ ৫১
এনামুল হক জুনিয়র ১৯৮৬ ডান হাতি বাঁ হাতি স্পিন সিলেট বিভাগীয় ক্রিকেট দল টেস্ট ৪৫

ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং পরিসংখ্যান

গত ২ বৎসরে ওডিআইয়ে অংশগ্রহণকারী বাংলাদেশী খেলোয়াড়দের ব্যাটিং পরিসংখ্যান
খেলোয়াড়ের নাম ম্যাচ ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ গড় বল স্ট্রাইক রেট শতক অর্ধ-শতক ডাক বাউণ্ডারী ছক্কা
সাকিব আল হাসান ১০২ ৯৮ ১৭ ২৮৩৪ ১৩৪* ৩৪.৯৮ ৩৬৫৫ ৭৭.৫৩ ১৭ ২৫৮ ১৯
তামিম ইকবাল ৮৯ ৮৯ ২৬৪০ ১৫৪ ২৯.৬৬ ৩৩৩২ ৭৯.২৩ ১৬ ৩০২ ৪১
শাহরিয়ার নাফিস ৬৪ ৬৪ ১৯৭৬ ১২৩* ৩৩.৪৯ ২৭৯০ ৭০.৮২ ১১ ২৫৩
ইমরুল কায়েস ৩০ ৩০ ৮৯৪ ১০১ ২৯.৮০ ১৩৬৮ ৬৫.৩৫ ৮৯
জুনায়েদ সিদ্দিকী ৪৬ ৪৫ ১০৫৬ ১০০ ২৪ ১৫৫৫ ৬৭.৯০ ১০৪
রাকিবুল হাসান ৪৯ ৪৮ ১২৩১ ৮৯ ২৯.৩০ ১৯৯২ ৬১.৭৯ ১০০
মোহাম্মদ আশরাফুল ১৬২ ১৫৬ ১৩ ৩৩৬০ ১০৯ ২৩.৪৯ ৪৭৪৫ ৭০.৮১ ২০ ১১ ৩৩৯ ২৯
সাব্বির রহমান অভিষেক হয়নি
মোহাম্মদ মাহমুদউল্লাহ ৬১ ৫১ ১৪ ১০৭০ ৬৪* ২৮.৯১ ১৫৮৭ ৬৭.৪২ ৭২
নাঈম ইসলাম ৪০ ৩৩ ১৪ ৫৪৪ ৭৩* ২৮.৬৩ ৮৩৫ ৬৫.১৪ ৪২ ১২
অলক কাপালী ৬৫ ৬২ ১১৭০ ১১৫ ১৯.৮৩ ১৭০১ ৬৮.৭৮ - ৯৬ ১০
মুশফিকুর রহিম ৮৪ ৭৫ ১৩ ১৪৬০ ৯৮ ২৩.৫৪ ২২৪৬ ৬৫ ১১১ ১৫
জহুরুল ইসলাম ১৫৬ ৪১ ৩১.২০ ২১২ ৭৩.৫৮ ১৩
মাশরাফি বিন মর্তুজা ১১৬ ৯০ ১৬ ১১৬৩ ৫১* ১৫.৭১ ১৩৪৫ ৮৬.৪৬ ৯৫ ৪০
শাহাদাত হোসেন ৪৬ ২৫ ১৫ ৭৯ ১৬* ৭.৯০ ১৪৩ ৫৫.২৪
শফিউল ইসলাম ২৩ ১১ ৫২ ১৬ ৭.৪২ ৮৫ ৬১.১৭
রুবেল হোসেন ২১ ১০ ১০ ২.৫০ ৩৭ ২৭.০২
সৈয়দ রাসেল ৫২ ২৭ ১১ ৮১ ১৫ ৫.০৬ ১৮৫ ৪৩.৭৮
নাজমুল হোসেন ৩৪ ২০ ১২ ৩৫ * ৪.৩৭ ১২৮ ২৭.৩৪
আব্দুর রাজ্জাক ১১১ ৭০ ২৯ ৫৬৩ ৩৩ ১৩.৭৩ ৭৯৭ ৭০.৬৩ - - ৪০ ১৪
সোহরাওয়ার্দী শুভ ১১ ৫৯ ১৪* ৯.৮৩ ৮৩ ৭১.০৮
এনামুল হক জুনিয়র ১০ ১২ ৩.০০ ১৯ ৬৩.১৫ - -
ডলার মাহমুদ ৬১ ৪১ ১৫.২৫ ৪৪ ১৩৮.৬৩ - -
আফতাব আহমেদ ৮৫ ৮৫ ১৯৫৪ ৯২ ২৪.৭৩ ২৩৫৩ ৮৩.০৪ - ১৪ ২০৫ ৪৯
ফয়সাল হোসেন ৪৩ ১৭ ১০.৭৫ ৯১ ৪৭.২৫
মাহবুবুল আলম ৮১ ৫৯ ৪০.৫০ ৭১ ১১৪.০৮
মেহরাব হোসেন জুনিয়র ১৮ ১৬ ২৭৬ ৫৪ ১৭.২৫ ৬৪২ ৪২.৯৯ ২৪

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৩, ২০১১ইং তারিখ পর্যন্ত


অন্যান্য দলের বিরুদ্ধে ফলাফল

ওয়ানডে ক্রিকেটে

বিপক্ষ সময়কাল ম্যাচ জয় পরাজয় টাই স্থগিত সাফল্যের হার
অস্ট্রেলিয়া ১৯৯০-২০১১ ১৯ ১৮ ৫.২৬%
ভারত ১৯৮৮-২০১১ ২৩ ২১ ৮.৬৯%
শ্রীলংকা ১৯৮৬-২০১০ ২৯ ২৭ ৬.৮৯%
দক্ষিণ আফ্রিকা ২০০২-২০১১ ১৪ ১৩ ৭.১৪%
ইংল্যান্ড ২০০০-২০১১ ১৫ ১৩ ১৩.৩৩%
পাকিস্তান ১৯৮৬-২০১০ ২৬ ২৫ ৩.৮৪%
নিউজিল্যান্ড ১৯৯০-২০১০ ২১ ১৬ ২৩.৮০%
ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯-২০১১ ১৭ ১২ ২০.০০%
আয়ারল্যান্ড ২০০৭-২০১১ ৭১.৪২%
জিম্বাবুয়ে ১৯৯৭-২০১০ ৫১ ২৮ ২৩ ৫৪.৯০%
নেদারল্যান্ড ২০১০-২০১১ ৫০.০০%
কেনিয়া ১৯৯৭-২০০৬ ১৪ ৫৭.১৪%
স্কটল্যান্ড ১৯৯৯-২০০৬ ১০০%
বারমুদা ২০০৭-২০০৭ ১০০%
কানাডা ২০০৩-২০০৭ ৫০%
হংকং ২০০৪-২০০৪ ১০০%
সংযুক্ত আরব আমিরাত ২০০৮-২০০৮ ১০০%

সর্বশেষ আপডেট: এপ্রিল ২৮, ২০১১ইং।

  • লক্ষণীয়: (১) ফলাফলের ক্ষেত্রে 'স্থগিত'কে হিসাবে আনা হয়নি। (২) টাই-কে অর্ধেক জয় হিসেবে গণনা করা হয়েছে।

টেস্ট ক্রিকেটে

বিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ ইনিংসগুলো

ওয়ানডে ক্রিকেটে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এ পর্যন্ত ৪ বার তিনশতেরও অধিক রান করতে পেরেছে। ২০০৯ সালের ১১ আগস্ট প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে বুলাওয়েতে ৮ উইকেটে ৩২০ রান করে বাংলাদেশ তাদের সর্বোচ্চ স্কোর গড়ে।

শীর্ষ ১০টি সর্বোচ্চ রানের ইনিংস
স্কোর ওভার সংখ্যা রান রেট ব্যাটিং প্রতিপক্ষ মাঠ তারিখ ওডিআই নং
৩২০/৮ ৫০ ৬.৪০ ১ম জিম্বাবুয়ে বুলাওয়ে ১১ আগস্ট, ২০০৯ ২৮৭১
৩১৩/৬ ৪৭.৫ ৬.৫৪ ২য় জিম্বাবুয়ে বুলাওয়ে ১৬ আগস্ট, ২০০৯ ২৮৭৩
৩০১/৭ ৫০ ৬.০২ ১ম কেনিয়া বগুড়া ১৭ মার্চ, ২০০৬ ২৩৫০
৩০০/৮ ৫০ ৬.০০ ১ম সংযুক্ত আরব আমিরাত লাহোর ২৪ জুন, ২০০৮ ২৭১১
২৯৬/৬ ৫০ ৫.৯২ ১ম ভারত ঢাকা ৭ জানুয়ারি, ২০১০ ২৯৩৯
২৯৩/৭ ৫০ ৫.৮৬ ১ম আয়ারল্যান্ড ঢাকা ২২ মার্চ, ২০০৮ ২৬৯৫
২৮৫/৭ ৫০ ৫.৭০ ২য় পাকিস্তান লাহোর ১৩ এপ্রিল, ২০০৮ ২৭০০
২৮৩/৬ ৫০ ৫.৬৬ ১ম ভারত করাচী ২৮ জুন, ২০০৮ ২৭২১
২৭৮/৬ ৫০ ৫.৫৬ ১ম স্কটল্যান্ড ঢাকা ১৭ ডিসেম্বর, ২০০৬ ২৪৬৭
২৭৮/৫ ৫০ ৫.৫৬ ১ম কানাডা সেন্ট জোন্স ২৮ ফেব্রুয়ারি, ২০০৭ ২৫৩০
২৭৬/৭ ৪৯ ৫.৬৩ ২য় ওয়েস্ট ইন্ডিজ রোজিও ২৮ জুলাই, ২০০৯ ২৮৬৩
২৭২/৮ ৫০ ৫.৪৪ ২য় জিম্বাবুয়ে বুলাওয়ে ১১ এপ্রিল, ২০০১ ১৭০৬
২৬৭/৯ ৫০ ৫.৩৪ ২য় জিম্বাবুয়ে ঢাকা ২৫ নভেম্বর, ২০০১ ১৭৭৪
২৬৫/৯ ৫০ ৫.৩০ ২য় শ্রীলংকা মোহালী ৭ অক্টোবর, ২০০৬ ২৪২৩
২৬০/৯ ৫০ ৫.২০ ১ম জিম্বাবুয়ে হারারে ৪ ফেব্রুয়ারি, ২০০৭ ২৫০৫
২৬০/৭ ৫০ ৫.২০ ১ম শ্রীলংকা ঢাকা ৪ জানুয়ারি, ২০১০ ২৯৭
২৬০/৬ ৫০ ৫.২০ ১ম ইংল্যান্ড ঢাকা ২ মার্চ, ২০১০ ২৯৬৫
২৫৭ ৪৭.১ ৫.৪৪ ২য় জিম্বাবুয়ে নাইরোবী (জিম) ১১ অক্টোবর, ১৯৯৭ ১২৪০
২৫৭/৫ ৫০ ৫.১৪ ১ম জিম্বাবুয়ে ঢাকা ২৫ মার্চ, ১৯৯৯ ১৪২০
২৫৭/৯ ৫০ ৫.১৪ ২য় ভারত ঢাকা ২৭ ডিসেম্বর, ২০০৪ ২২০২

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৪, ২০১১ইং তারিখ পর্যন্ত।

টেস্ট ক্রিকেটে

২০১০ সালের ওডিআইয়ের ফলাফল

স্বাগতিক দল প্রতিপক্ষ বিজয়ী দল ফলাফল ভেন্যু তারিখ ওডিআই নং
বাংলাদেশ শ্রীলংকা শ্রীলংকা ৭ উইকেটে ঢাকা ৪ জানুয়ারি, ২০১০ ২৯৩৭
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ঢাকা ৭ জানুয়ারি, ২০১০ ২৯৩৯
বাংলাদেশ শ্রীলংকা শ্রীলংকা ৯ উইকেটে ঢাকা ৮ জানুয়ারি, ২০১০ ২৯৪০
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ঢাকা ১১ জানুয়ারি, ২০১০ ২৯৪২
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ১৪৬ রানে ন্যাপিয়ার ৫ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৪৯
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ৫ উইকেটে ডুনেডিন ৮ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৫১
নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ৩ উইকেটে ক্রাইস্টচার্চ ১১ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৫৩
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ৬ উইকেটে ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০১০ ২৯৬৪
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ২ উইকেটে ঢাকা ২ মার্চ, ২০১০ ২৯৬৫
বাংলাদেশ ইংল্যান্ড ইংল্যান্ড ৪৫ রানে চট্টগ্রাম ৫ মার্চ, ২০১০ ২৯৬৮
বাংলাদেশ ভারত ভারত ৬ উইকেটে ডাম্বুলা ১৬ জুন, ২০১০ ২৯৯৩
শ্রীলংকা বাংলাদেশ শ্রীলংকা ১২৬ রানে ডাম্বুলা ১৮ জুন, ২০১০ ২৯৯৫
বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান ১৩৯ রানে ডাম্বুলা ২১ জুন, ২০১০ ২৯৯৮
ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড ৬ উইকেটে নটিংহ্যাম ৮ জুলাই, ২০১০ ৩০১৮
ইংল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ ৫ রানে ব্রিস্টল ১০ জুলাই, ২০১০ ৩০২৫
ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড ১৪৪ রানে বার্মিংহাম ১২ জুলাই, ২০১০ ৩০২৬
আয়ারল্যান্ড বাংলাদেশ আয়ারল্যান্ড ৭ উইকেটে বেলফাস্ট ১৫ জুলাই, ২০১০ ৩০২৭
আয়ারল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ ৬ উইকেটে বেলফাস্ট ১৬ জুলাই, ২০১০ ৩০২৮
স্কটল্যান্ড বাংলাদেশ স্থগিত
গ্লাসগো ১৯ জুলাই, ২০১০ ৩০২৮এ
বাংলাদেশ নেদারল্যান্ড নেদারল্যান্ড ৬ উইকেটে গ্লাসগো ২০ জুলাই, ২০১০ ৩০২৯
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৯ রানে ঢাকা ৫ অক্টোবর, ২০১০ ৩০৫১
বাংলাদেশ নিউজিল্যান্ড স্থগিত
ঢাকা ৮ অক্টোবর, ২০১০ ৩০৫২এ
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৭ উইকেটে ঢাকা ১১ অক্টোবর, ২০১০ ৩০৫৪
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৯ রানে ঢাকা ১৪ অক্টোবর, ২০১০ ৩০৫৬
বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ ৩ রানে ঢাকা ১৭ অক্টোবর, ২০১০ ৩০৫৮
বাংলাদেশ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ৯ রানে ঢাকা ১ ডিসেম্বর, ২০১০ ৩০৭১
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬ উইকেটে ঢাকা ৩ ডিসেম্বর, ২০১০ ৩০৭৩
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬৫ রানে ঢাকা ৬ ডিসেম্বর, ২০১০ ৩০৭৫
বাংলাদেশ জিম্বাবুয়ে স্থগিত
চট্টগ্রাম ১০ ডিসেম্বর, ২০১০ ৩০৭৬এ
বাংলাদেশ জিম্বাবুয়ে বাংলাদেশ ৬ উইকেটে চট্টগ্রাম ১২ ডিসেম্বর, ২০১০ ৩০৭৮

সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারী ৫, ২০১১ইং তারিখ পর্যন্ত।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হ্যাট্রিকগুলো

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এ পর্যন্ত ২ (দুই)জন খেলোয়াড় পরপর তিন বলে তিনজন ব্যাটস্‌ম্যানকে আউট করে হ্যাট্রিক করার বিরল সৌভাগ্য অর্জন করেন। ১ম হ্যাট্রিক (বিশ্বে ২১তম) করেন - শাহাদাত হোসেন এবং সাম্প্রতিককালে ২য় হ্যাট্রিক করেন (বিশ্বে ২৭তম: সর্বেশেষ) - আব্দুর রাজ্জাক


বাংলাদেশী বোলারদের হ্যাট্রিক
ক্রমিক নং ওডিআই নং বোলারের নাম দলের নাম বিপক্ষ যাদেরকে আউট করেছেন ভেন্যু তারিখ
১। &0000000000002394.000000২,৩৯৪ শাহাদাত হোসেন বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ জিম্বাবুয়ে এর পতাকা জিম্বাবুয়ে

তাফাজা মুফামবিসি (কট †খালেদ মাসুদ)
এলটন চিগুম্বুরা (এলবিডব্লিউ)
তাওয়ান্দা মুপারিয়া (কট †খালেদ মাসুদ)

হারারে স্পোর্টস ক্লাব, হারারে ২ আগস্ট, ২০০৬
২। &0000000000003073.000000৩,০৭৩ আব্দুর রাজ্জাক বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ জিম্বাবুয়ে এর পতাকা জিম্বাবুয়ে

প্রস্পার উতসেয়া (কট নাঈম ইসলাম)
রে প্রাইস (এলবিডব্লিউ)
ক্রিস্টোফার মপোফু (এলবিডব্লিউ)

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ৩ ডিসেম্বর, ২০১০

বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক

বিপক্ষীয় বোলারের হ্যাট্রিক
ক্রমিক নং ওডিআই নং বোলারের নাম দলের নাম বিপক্ষ যাদেরকে আউট করেছেন ভেন্যু তারিখ
১।[D][F] &0000000000001950.000000১,৯৫০ চামিন্দা ভাস শ্রীলঙ্কা এর পতাকা শ্রীলঙ্কা বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ

হান্নান সরকার (ব)
• মোহাম্মদ আশরাফুল (ক)
এহসানুল হক (ক) মাহেলা জয়াবর্ধনে)

পিটারমারিতজ্‌বার্গ ওভাল, পিটারমারিতজ্‌বার্গ ১৪ ফেব্রুয়ারি, ২০০৩

একদিনের ক্রিকেটে

খেলায় অনন্য অর্জনগুলো

সর্বোচ্চ ...↓ সাফল্যের বিবরণ↓ তারিখ↓ মন্তব্য↓
দলীয় রান ৩২০/৮ বনাম জিম্বাবুয়ে, বুলাওয়ে ১১ আগস্ট, ২০০৯
মোট ব্যক্তিগত রান মোহাম্মদ আশরাফুল, ৩৩৬০ রান, ১৬২ ম্যাচে, ২৩.৪৯ গড়ে
খেলায় ব্যক্তিগত রান ১৫৪, তামিম ইকবাল, বিপক্ষ জিম্বাবুয়ে, বুলাওয়ে, ২০০৯
জুটি ১৭৫*, ৪র্থ উইকেটে, হাবিবুল বাশার (৬৪) - রাজিন সালেহ (১০৮); বনাম কেনিয়া, ফতুল্লা ২৫ মার্চ, ২০০৬
সেঞ্চুরী ৫টি, সাকিব আল হাসান, ১০২ খেলায়
হাফ-সেঞ্চুরী ২৩টি, মোহাম্মদ আশরাফুল, ১৬২ খেলায়
উইকেট-কিপার কর্তৃক আউট ১২৬টি; খালেদ মাসুদ; ১২৬ খেলায়
উইকেট-কিপার ব্যতীত আউটকারী ৩৬টি; মাশরাফি বিন মর্তুজা; ১১৬ খেলায়
গড় (সর্বনিম্ন ৩০.০০) সাকিব আল হাসান; ৩৪.৯৮
ম্যাচে সিক্স বা ছক্কা ৭টি; তামিম ইকবাল; বিপক্ষ ....
মোট ব্যক্তিগতভাবে সিক্স বা ছক্কা ৪৯টি; আফতাব আহমেদ; ৮০ খেলায়
খেলায় অংশগ্রহণ মোহাম্মদ আশরাফুল; ১৬২ খেলা
অধিনায়ক হিসেবে অংশগ্রহণ হাবিবুল বাশার; ৬৯টি খেলায়; ২০০৪ - ২০০৭

ওয়ানডে পার্টনারশীপগুলো

প্রতি উইকেটে সর্বোচ্চ রান
উইকেট রান খেলোয়াড়দ্বয় বিপক্ষ মাঠ খেলার তারিখ ম্যাচ নং
১ম ১৭০ শাহরিয়ার হোসেন-মেহরাব হোসেন জিম্বাবুয়ে ঢাকা ২৫ মার্চ, ১৯৯৯ ১৪২০
২য় ১৬০ ইমরুল কায়েস-জুনায়েদ সিদ্দিকী পাকিস্তান ডাম্বুলা ২১ জুন, ২০১০ ২৯৯৮
৩য় ১৪১ মোহাম্মদ আশরাফুল-রাকিবুল হাসান (জুনিয়র) সংযুক্ত আরব আমিরাত লাহোর ২৪ জুন, ২০০৮ ২৭১১
৪র্থ ১৭৫* রাজিন সালেহ-হাবিবুল বাশার কেনিয়া ফতুল্লা ২৫ মার্চ, ২০০৬ ২৩৫৬
৫ম ১১৯ শাকিব আল হাসান-রাকিবুল হাসান (জুনিয়র) দক্ষিণ আফ্রিকা ঢাকা ১২ মার্চ, ২০০৮ ২৬৯১
৬ষ্ঠ ১২৩* আল শাহারিয়ার-খালেদ মাসুদ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ৮ অক্টোবর, ১৯৯৯ ১৫১০
৭ম ১০১ মুশফিকুর রহিম-নাঈম ইসলাম নিউজিল্যান্ড ডুনেডিন ৮ ফেব্রুয়ারী, ২০১০ ২৯৫১
৮ম ৭০* খালেদ মাসুদ -মোহাম্মদ রফিক নিউজিল্যান্ড কিম্বার্লী ২৬ ফেব্রুয়ারী, ২০০৩ ১৯৬৮
৯ম ৯৭ শাকিব আল হাসান - মাশরাফি বিন মুর্তজা পাকিস্তান মুলতান ১৬ এপ্রিল, ২০০৮ ২৭০২
১০ম ৫৪* খালেদ মাসুদ -তাপশ বৈশ্য শ্রীলঙ্কা কলম্বো (সিংহলীজ স্পোর্টস ক্লাব) ৩১ আগস্ট, ২০০৫ ২২৭৫

সর্বশেষ আপডেট: (ফেব্রুয়ারী ১, ২০১১ইং তারিখ পর্যন্ত)

  • = বাংলাদেশের পক্ষে যে-কোন উইকেটে সর্বোচ্চ রান।

ওয়ানডে'র উইকেট সংক্রান্ত

সবোর্চ্চ বিবরণ খেলোয়াড়ের নাম অন্যান্য মন্তব্য
উইকেট প্রাপ্তি ১৬২ আব্দুর রাজ্জাক গড়: ২৬.৯০ ১১১ ম্যাচে
ম্যাচে বোলিং ৬/২৬ মাশরাফি বিন মর্তুজা বনাম কেনিয়া ২০০৬
৫ উইকেট অর্জন ৩বার আব্দুর রাজ্জাক

গড় (কমপক্ষে ৫০ ওভার) ২৬.৯০ আব্দুর রাজ্জাক

স্ট্রাইক রেট (কমপক্ষে ৫০ ওভার) ৩০.১০ সাইফুল ইসলাম

দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটধারী

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে ফেব্রুয়ারী ২০১১ইং তারিখ পর্যন্ত প্রথিতযশা স্পিনার আব্দুর রাজ্জাক ১৬২টি উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্থান দখল করে আছেন। পিছনে রয়েছেন - প্রায়শঃই আঘাতপ্রাপ্ত নড়াইল এক্সপ্রেস খ্যাত পেশার মাশরাফি বিন মর্তুজা এবং বর্তমানে বিশ্বসেরা অল-রাউন্ডার শাকিব আল হাসান যথাক্রমে ১৪৫ এবং ১২৯টি উইকেট নিয়ে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ-১০ বোলার
বোলারের নাম ম্যাচ ওভার মেইডেন রান মোট উইকেট গড় ইকোনমী স্টাইক রেট ৪-উইকেট ৫-উইকেট
আব্দুর রাজ্জাক † ১১১ ৯৮০.৫ ৪৮ ৪৩৫৮ ১৬২ ২৬.৯ ৪.৪৪ ৩৬.৩
মাশরাফি বিন মর্তুজা † ১১৬ ৯৬৩.৫ ৮৬ ৪৪০৭ ১৪৫ ৩০.৩৯ ৪.৫৭ ৩৯.৮
সাকিব আল হাসান ১০২ ৮৭৩.২ ৫৩ ৩৭১৬ ১২৯ ২৪.৪ ৪.২৫ ৪০.৬
মোহাম্মদ রফিক ১২৩ ১০৪৯ ৬৩ ৪৬১২ ১১৯ ৩৮.৭৫ ৪.৩৯ ৫২.৮
খালেদ মাসুদ ৭৭ ৫৬৪.১ ৩০ ২৮৬৫ ৬৭ ৪২.৭৬ ৫.০৭ ৫০.৫
সৈয়দ রাসেল † ৫২ ৪৪২.৫ ৪১ ২০৫১ ৬১ ৩৩.৬২ ৪.৬৩ ৪৩.৫
তাপশ বৈশ্য ৫৬ ৪৩৪.৪ ১৮ ২৪৫২ ৫৯ ৪১.৫৫ ৫.৬৪ ৪৪.২
শাহাদাত হোসেন ৪৬ ৩২১.২ ১৮ ১৮২৪ ৪২ ৪৩.৪২ ৫.৬৭ ৪৫.৯
নাজমুল হোসেন ৩৪ ২৪৪.৫ ২০ ১২৬৮ ৩৮ ৩৩.৩৬ ৫.১৭ ৩৮.৬
শফিউল ইসলাম সুহাস † ২৩ ১৬০.৫ ১০১০ ৩২ ৩১.৫৬ ৬.২৭ ৩০.১
মাহমুদুল্লাহ ৬১ ৩০৭ ১৫০৮ ৩১ ৫১.৫৪ ৫.২০ ৫৯.৪

সর্বশেষ আপডেট: ২ ফেব্রুয়ারি, ২০১১ইং

  • দ্রষ্টব্যঃ † = একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অদ্যাবধি খেলছেন।

No comments: