জন্ম | নভেম্বর ১০, ১৯৯১ রাজশাহী, বাংলাদেশ |
---|---|
অন্যান্য নাম | লাক্স-চ্যানেল আই সুপারস্টার মিম, বিদ্যা সিন্হা সাহা মিম, মিম |
পেশা | অভিনেত্রী এবং মডেল |
বছর সক্রিয় | ২০০৭ – বর্তমান |
পারিবারিক জীবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী মিম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। এসএসসিতে "গোল্ডেন এ প্লাস" পেয়ে পাস করেছেন তিনি। এইচএসসিতে "এ" পেয়েছেন। মিমের জন্ম রাজশাহীর বাঘা থানায়, ১০ নভেম্বর; এবং তিনি বৃশ্চিক রাশির জাতিকা। বাবা সরকারি কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরেছেন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। এখন তার স্বপ্ন নাটকে পিএইচডি করার।
চলচ্চিত্র
সাল | ছবি | পরিচালক | অন্যান্য তথ্য |
---|---|---|---|
২০০৭ | আমার আছে জল | হুমায়ুন আহমেদ | প্রথম চলচিত্র বিজয়ী,মেরিল প্রথম আলো সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার |
২০০৯ | আমার প্রাণের প্রিয়া | জাকির হোসেন রাজু | মনোনীত মেরিল প্রথম আলো দর্শক রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার |
২০১১ | আমার মন বলে তুমি আসবে | দেবাশিষ বিশ্বাস |
No comments:
Post a Comment