বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী শাবনাজ

শাবনাজ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ৯০-এর দশকের শুরুর দিকে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিষিক্ত হন । আগমন

৯০-এর দশকের শুরুতে মূলত গৎবাঁধা ছবি ও একই নায়ক-নায়িকা দেখতে দেখতে বাংলাদেশের জন সাধারণ মারাত্নক ক্লান্ত হয়ে পড়েছিল । এমন সময়ে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মুক্তি ছিল তাদের জন্য স্বস্তির । প্রবীণ পরিচালক এহতেশাম অনেক ঝুঁকি নিয়ে ছবিটি তৈরি করেন এবং সফল হন । এই ছবিটি সুপারহিট হয়, যা পালটে দেয় তখনকার বাংলাদেশের চলচ্চিত্রের গতিধারা ।
প্রভাব

নায়িকা শাবনাজের পথ ধরে চলচ্চিত্রে শুরু হয় নতুন শিল্পীদের আগমন ধারা।একে একে চলচ্চিত্রে আসেন শাহনাজ, শাবনূরের মতো নায়িকারা।ক্যারিয়ারের মধ্য গগনে তিনি তার প্রথম ছবির নায়ক নাঈমকে বিয়ে করে ফেলেন।সংসারে মনোনিবেশ করায় তিনি আর চলচ্চিত্রে তেমন সময় দিতে পারেননি।আস্তে আস্তে শাবনাজ চলচ্চিত্র জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যান।তাঁর স্বামী নাঈমও চলচ্চিত্র থেকে বিদায় নেন।

সফল ছবি

* চাঁদনী
* আজকের হাঙ্গামা

No comments:

Post a Comment

Please Dont Submit Link Or Spam