বাংলাদেশের শিল্পী রুনা লায়লা ১৯৫২

রুনা লায়লা একজন খ্যাতনামা বাংলাদেশী গায়িকা। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তাঁর সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় ও পাকিস্তানী চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাকিস্তানে তাঁর গান দমাদম মাস কালান্দার অত্যন্ত জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা বাংলাদেশী চিত্রনায়ক আলমগীরের সাথে বিবাহিত।

জন্মনাম রুনা লায়লা
জন্ম ১৭ নভেম্বর, ১৯৫২
সিলেট, বাংলাদেশ
ধরন গজল, পপ, আধুনিক গান, সিনেমার গান
পেশা সংগীত শিল্পী
কার্যকাল ১৯৬৯ - বর্তমান

অভিনয় জীবন

রুনা লায়লা শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। ‘শিল্পী’ চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র en:the Bodyguard-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।

পুরস্কার

  • বাংলাদেশ
    • স্বাধীনতা দিবস পুরস্কার
    • জাতীয় চলচ্চিত্র পুরস্কার, (৪ বার)
  • ভারত
    • সায়গল পুরস্কার
  • পাকিস্তান
    • নিগার পুরস্কার (২ বার)
    • ক্রিটিক্স পুরস্কার
    • গ্র্যাজুয়েট পুরস্কার (২ বার)
    • জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক

No comments:

Post a Comment

Please Dont Submit Link Or Spam