 সালমান শাহ
 সালমান শাহ  (১৯  সেপ্টেম্বর  ১৯৭০ - ৬  সেপ্টেম্বর  ১৯৯৬) , বাংলাদেশের  নব্বইয়ের  দশকের  অন্যতম শ্রেষ্ঠ  নায়ক ।  প্রকৃত  নাম 
শাহরিয়ার  চৌধুরী  ইমন ।  ৫ ফুট ৮ ইঞ্চি  উচ্চতার এই  নায়ক সর্বমোট ২৭টি  চলচ্চিত্র  অভিনয়  করেন  ।  এছাড়াও  টেলিভিশনে  তার  অভিনীত  গুটি   কয়েক  নাটক  প্রচারিত হয় ।  ১৯৯৩  সালে  তার  অভিনীত  প্রথম  চলচ্চিত্র 
সোহানুর  রহমান  সোহান  পরিচালিত  
কেয়ামত থেকে কেয়ামত  মুক্তি  পায় ।  একই  ছবিতে  নায়িকা  মৌসুমী  ও  গায়ক  আগুনের   অভিষেক   হয় ।   জনপ্রিয়  এই  নায়ক  নব্বইয়ের  দশকের  বাংলাদেশে  সাড়া   জাগানো  অনেক  চলচ্চিত্রে  অভিনয়  করেন ।  তিনি  ১৯৯৬  সালের  ৬   সেপ্টম্বের   অকালে   মৃত্যুবরণ   করেন  ।
মুক্তিপ্রাপ্ত  চলচ্চিত্র
   | বছর | চলচ্চিত্র | নামভুমিকা | পরিচালক | সহ  অভিনেত্রী | নোট | 
  | ১৯৯৩ | কেয়ামত থেকে কেয়ামত | ইমন | সোহানুর রহমান সোহান | মৌসুমী | চলচ্চিত্রে অভিষেক। | 
  | অন্তরে অন্তরে | 
 | শিবলী সাদিক | মৌসুমী | 
 | 
  | ১৯৯৪ | দেন মোহর | সারওয়ার | শামসুদ্দীন টগর | মৌসুমী | 
 | 
  | তোমাকে চাই | 
 | মতিন রহমান | শাবনুর | 
 | 
  | বিক্ষোভ | 
 | মোহাম্মদ হান্নান | শাবনুর | 
 | 
  | বিচার হবে | 
 | শাহ আলম কিরন | শাবনুর | 
 | 
 | 
 | 
 
                    
 
No comments:
Post a Comment
Please Dont Submit Link Or Spam